(১৭৬৭) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার

Wednesday, September 07, 2011 Unknown

শেয়ারবাজার   ::::  সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেনের শেষ ঘণ্টার চমকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চাঙ্গাভাব ফিরে এসেছে। আগের দিন মঙ্গলবারের মতো ঠিক একইরকমভাবে সূচক বেড়ে এদিনও লেনদেন শুরু হয়। তবে লেনদেনের প্রথম পৌনে একঘণ্টা সূচক দ্রুত ওঠানামা করলেও পরে পড়তে থাকে।

লেনদেনের প্রথম ২০ মিনিটে ডিএসইর সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্টের মতো বাড়ে। তবে ১১ টা ২৭ মিনিটে আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট পড়ে যায়। দুপুর সোয়া ১২টা পর্যন্ত সূচক পড়ার এ গতি অব্যাহত থাকে। এরপর সোয়া ১২ টা থেকে ১২ টা ৫৫ মিনিট পর্যন্ত বাড়ার পর আবার কমতে থাকে যা পৌনে ২ টা পর্যন্ত অব্যাহত থাকে। এরপর দুপুর পৌনে ২ টা থেকে হঠাৎ দ্রুত বাড়তে থাকে সূচক। যা দিনের লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত অব্যাহত ছিল।

লেনদেনের শেষ ঘণ্টায় দুপুর ২টা ৩৩ মিনিট পর্যন্ত সূচক আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে উঠে আসে ৬ হাজার ১০০ পয়েন্টে। যা দিনের লেনদেন শেষে ডিএসইর সূচক আগের দিনের চেয়ে ৩৬ পয়েন্ট বেড়ে  ৬ হাজার ১০২ পয়েন্টে স্থির হয়। অন্যদিকে সিএসইর সূচক ৫০ পয়েন্ট বেড়ে উঠে যায় ১১ হাজার ৫৮ পয়েন্টে।

প্রথম দুই ঘণ্টায় ডিএসইর সূচক কমে ৩০ ও সিএসইর ৫০ পয়েন্ট। আধঘণ্টা শেষে ডিএসইর সূচক কমেছিল ২১ ও সিএসইর ১৯ পয়েন্ট।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার ডিএসইতে লেনদেন হয় ২৫৩টি প্রতিষ্ঠানের। এর মধ্যে ১৬৪টির দাম বেড়েছে, ৭৬টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে বাকি ১৩টি প্রতিষ্ঠানের দাম।

একই সঙ্গে ডিএসইর সাধারণ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে উঠে যায় ৬ হাজার ১০২ পয়েন্টে।

মোট লেনদেন হয়েছে ৩০৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

অন্যদিকে, সিএসইতে ১৬৭টি কোম্পানির লেনদেন হয়। এর মধ্যে ১১০টি কোম্পানির দাম বেড়েছে, ৪৭টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দাম।

পাশাপাশি সিএসইর সাধারণ সূচক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১১ হাজার ৫৮ পয়েন্টে।

মোট লেনদেন হয়েছে ৪০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

Blog Archive