(১৮১০) স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার

Sunday, September 11, 2011 Unknown

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার লেনদেন বেড়েছে। কোম্পানিটি সম্প্রতি বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে প্রদান করায় এর লেনদেন বেড়েছে। গত ১৬ আগস্ট রেকর্ড ডেটের পর দর সমন্বয়ের পর থেকে এই শেয়ারের দর কমতে থাকে। গত সপ্তাহের শুরুতে এই শেয়ারের দর কিছুটা কমলেও লেনদেন বেড়েছে।
শেয়ারবাজারে মন্দাভাব সত্ত্বেও গত সপ্তাহে এই শেয়ারের দর আগের সপ্তাহের চেয়ে শূন্য দশমিক ১৭ শতাংশ বেড়েছে। মোট ১ লাখ ৮৭ হাজার ৬৯৯টি শেয়ার লেনদেন হয়, যার বাজারদর ৫১ কোটি ২৯ লাখ ৮ হাজার টাকা। এটি ছিল ডিএসইর গত সপ্তাহের মোট লেনদেনের ৩ দশমিক ২২ শতাংশ। এদিকে সর্বশেষ গত বৃহস্পতিবার এই কোম্পানির মোট ২০ হাজার ৯৭০টি শেয়ার ২ হাজার ৪৭৪ বারে লেনদেন হয়, যার বাজারদর ৫ কোটি ৬৮ লাখ ৬০ হাজার টাকা। অন্যদিকে দেখা গেছে, গত সপ্তাহে বেশির ভাগ কার্যদিবস এই শেয়ারের দর কমেছে। সর্বশেষ বৃহস্পতিবার এই শেয়ারের দর কমছে শূন্য দশমিক ১৪ শতাংশ বা ৩ টাকা ৭৫ পয়সা। দিনভর এর দর ২ হাজার ৭০০ টাকা থেকে ২ হাজার ৭২৯ টাকায় ওঠানামা করে। সর্বশেষ ২ হাজার ৭০৯ টাকায় এই শেয়ার লেনদেন হয়। দিনশেষে এই শেয়ারের দর হয় ২ হাজার ৭০৫ টাকা, যা এর আগের দিন ছিল ২ হাজার ৭১২ টাকা ৭৫ পয়সা।

Blog Archive