(১৮০৫) বিপুলসংখ্যক বিনিয়োগকারী

Sunday, September 11, 2011 Unknown

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত বছর শেয়ারবাজারে বিপুলসংখ্যক বিনিয়োগকারী অংশগ্রহণ করায় অস্বাভাবিক হারে বাড়তে থাকে ডিএসইর লেনদেনের পরিমাণ। এক বছরের ব্যবধানে ডিএসইর লেনদেনের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে ৩ হাজার কোটি টাকায় উন্নীত হয়। কিন্তু গত বছরের ডিসেম্বর থেকে শুরু হওয়া ধারাবাহিক মন্দাবস্থার কারণে তালিকাভুক্ত সব প্রতিষ্ঠানের শেয়ারই বিপুল পরিমাণে দর হারাতে থাকে। পরবর্তী ৬ মাসের ব্যবধানে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ন্যূনতম এক-তৃতীয়াংশ দর হারায়। চাহিদার তুলনায় শেয়ার সংকটের ফলে অতিমূল্যায়িত হয়ে পড়া বেশকিছু শেয়ারের দর অর্ধেকে নেমে আসে। এ সময় ডিএসইর সাধারণ সূচক ৮৯১৮ পয়েন্ট থেকে ৫২৯২ পয়েন্টে নেমে আসে। একই সময়ে ডিএসইর দৈনিক লেনদেনের পরিমাণ ৩০০ কোটি টাকার নিচে নেমে আসে।

Blog Archive