(১৮২১) মার্কেট সিচুয়েশন

Sunday, September 11, 2011 Unknown

গত কয়েক কার্যদিবসের মতো সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারও দিনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামায় লেনদেন চলছে। গত তিন কার্যদিবসেও ঠিক একইরকমভাবে লেনদেন শুরু হয়।

লেনদেনের প্রথম ৫ মিনিটে ডিএসইর সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্টের মতো বাড়ে। তবে ১১ টা ৫ থেকে ৩৫ মিনিট পর্যন্ত সূচক টানা কমেছে। পরবর্তীতে সূচক আবার ঊর্ধ্বমুখী হয়।

প্রথম পৌনে একঘণ্টা শেষে ডিএসইর সূচক বেড়েছে ৭ ও সিএসইর ১৫ পয়েন্ট।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৪৭ মিনিটে ডিএসইতে লেনদেন হয় ২০০টি প্রতিষ্ঠানের। এর মধ্যে ১১৪টির দাম বেড়েছে ৭০টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে বাকি ১৬টি প্রতিষ্ঠানের দাম।

একই সঙ্গে ডিএসইর সাধারণ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৮৪ পয়েন্টে।

এ সময়ে মোট লেনদেন হয়েছে ৬৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

অন্যদিকে, বেলা ১১ টা ৪৮ মিনিটে সিএসইতে ৯৮টি প্রতিষ্ঠানের  লেনদেন হয়। এর মধ্যে ৪৮টির দাম বেড়েছে, ৪১টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৯টি প্রতিষ্ঠানের দাম।

পাশাপাশি সিএসইর সাধারণ সূচক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১১ হাজার ২৪ পয়েন্টে।

মোট লেনদেন হয়েছে ৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

Blog Archive