(১৮১৫) কড়ি টু টাকা

Sunday, September 11, 2011 Unknown

বাংলাদেশের বিভিন্ন ধাতব ও কাগুজে মুদ্রা নিয়ে গবেষণাগ্রন্থ কড়ি টু টাকা প্রকাশিত হয়েছে। ট্রিউন-মনিটর পাবলিকেশনের প্রকাশিত বইটির রচয়িতা সিদ্দিক মাহমুদুর রহমান ও তাঁর পাঁচ সহযোগী।
গতকাল শনিবার বইটির মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এশিয়াটিক সোসাইটির সভাপতি সিরাজুল ইসলাম, বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক ও বইটির প্রকাশক কাজী ওয়াহিদুল আলম।
বইটিতে প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত মুদ্রার ক্রমবিকাশ ও ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত প্রকাশিত সব মুদ্রার ছবি আছে। বইটিতে প্রাচীন ও মধ্যযুগ, বিশেষ করে গুপ্তযুগ, সুলতানি আমল, মোগল আমল, পাকিস্তান আমল ও বাংলাদেশের গত ৪০ বছরের মুদ্রা প্রকাশের বিস্তারিত ইতিহাস বর্ণনা করা হয়েছে।
এ ছাড়া বইটিতে নোটের নিরাপত্তাব্যবস্থার বিস্তারিত বিশ্লেষণ, মুদ্রা সংগ্রহের অজানা তথ্য ও সংগ্রহের বিশেষায়নের বিষয়টি তুলে ধরা হয়েছে।

Blog Archive