(১৮১৩) এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের

Sunday, September 11, 2011 Unknown

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের শেয়ারের দর ও লেনদেন কমেছে। তবে লেনদেন কমলেও কোম্পানিটি সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসে। এর আগে জুলাই মাসে এই কোম্পানির শেয়ারের দর টানা বেড়েছে। এ কারণে বর্তমানে এই শেয়ারের দর সংশোধন হচ্ছে।
ডিএসইতে গত সপ্তাহজুড়ে এই শেয়ারের দর কমেছে ৯ দশমিক ১২ শতাংশ। লেনদেনও কমেছে একই হারে। মোট ৩৯ কোটি ৯১ লাখ ৭১ হাজার টাকার শেয়ারের লেনদেন হয়েছে। দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৭ কোটি ৯৮ লাখ টাকা। এদিকে সর্বশেষ বৃহস্পতিবার এই শেয়ারের দর কমেছে শূন্য দশমিক ৭৪ শতাংশ বা ১ টাকা ৩০ পয়সা। দিনভর এর দর ১৭৩ টাকা ৪০ পয়সা থেকে ১৭৭ টাকা ৬০ পয়সায় ওঠানামা করে। সর্বশেষ ১৭৩ টাকা ৮০ পয়সায় এই শেয়ার লেনদেন হয়। দিনশেষে এই শেয়ারের দর হয় ১৭৪ টাকা ৩০ পয়সা। যা এর আগের দিন ছিল ১৭৫ টাকা ১০ পয়সা। এদিন ২ লাখ ৫০ হাজার ৯০০ শেয়ার ১ হাজার ৮ বার লেনদেন হয়। যার বাজার দর ৪ কোটি ৪০ লাখ টাকা।

Blog Archive