(১০৪১) বড় বিপর্যয়ের পর লাখ লাখ বিনিয়োগকারী

Friday, May 20, 2011 Unknown
শেয়ারবাজার :::: বড় বিপর্যয়ের পর লাখ লাখ বিনিয়োগকারী ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় প্রহর গুনলেও একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে দেশের পুঁজিবাজার দু'-একদিন দরবৃদ্ধির পর বিনিয়োগকারীরা যখনই কিছুটা আশার আলো দেখতে শুরম্ন করেন, ঠিক তখনই টানা কয়েক দিনের জন্য পতনের ধারায় চলে যাচ্ছে বাজার তারল্য সঙ্কটের কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সামর্থ্য কমে যাওয়া এবং ব্যক্তি পর্যায়ে বড় বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তা সামগ্রিকভাবে বিনিয়োগের পরিমাণ ব্যাপক মাত্রায় কমে গেছে এর প্রভাবে কমেছে আর্থিক লেনদেন আর লেনদেনের ৰেত্রে চাহিদার তুলনায় বিক্রির চাপ বেশি থাকায় কমছে অধিকাংশ শেয়ারের দর বাজার সূচক সামগ্রিকভাবে মন্দাক্রানত্ম এই ধারা অব্যাহত রেখেই বৃহস্পতিবার দুই স্টক এঙ্চেঞ্জে সপ্তাহের লেনদেন শেষ হয়েছে

Blog Archive