(১০৪৪) বানিজ্য সংবাদঃ খাতুনগঞ্জের অতীত ঐতিহ্য

Friday, May 20, 2011 Unknown
শেয়ারবাজার :::: চট্টগ্রামের বৃহত্তম পাইকারী বাজার খাতুনগঞ্জের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে ১২ দফা দাবি জানিয়েছে খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন

খাতুনগঞ্জ পাইকারী বাজারের শতবর্ষ উদযাপন উপলক্ষে শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাহবুবুল আলম এসব দাবি উপস্থাপন করেন

লিখিত বক্তব্যে মাহবুবুল আলম বলেন, খাতুনগঞ্জের মূল ব্যবসা চলে বিশ্বাসের ওপর এখানে ব্যবসায়ীরা পণ্যের বিনিময়ে চেক নিয়ে থাকেন অতীতে নিয়ে তেমন কোনো সমস্যা না হলেও সা¤প্রতিক সময়ে বেশ কয়েকটি চেক জালিয়াতির ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন

চেক জালিয়াতি যানজটকে বর্তমান সময়ে খাতুনগঞ্জের অন্যতম বড় সমস্যা উল্লে¬ করে মাহবুব বলেন, সব কারণে খাতুনগঞ্জ তার ঐতিহ্য হারাচ্ছে

কিছু অসাধু ব্যবসায়ী উদ্যেশ্যমূলকভাবে চেক জালিয়াতি করছে অভিযোগ করে তিনি বলেন, প্রচলিত আইণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না

সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাণিজ্য কেন্দ্রের শতবর্ষ উদযাপন উপলক্ষে শনিবার বিকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করবেন

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাংসদ নুরুল ইসলাম বিএসসি, এম লতিফ

অন্যান্যের মধ্যে খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগির আহম্মদ, সহ-সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন

Blog Archive