(১৯০০) কোম্পানি ডিক্লারেশন

Friday, September 16, 2011 Unknown

ট্রেড সার্ভার থেকে
গ্রামীণফোন : পরিচালনা পর্ষদ ১১০২ দশমিক ৫ কোটি টাকার স্থানীয় সংঘবদ্ধ মেয়দি ঋণ গ্রহণ করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। ওই ঋণ নিয়ে কম্পানির মূলধনী কাঠামোর সর্বোচ্চ ব্যবহার এবং স্ট্রেটিজিক উদ্যোগ ও প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।
স্কয়ার ফার্মা : পরিচালনা পর্ষদ বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে উৎপাদন-সংক্রান্ত একটি চুক্তি অনুমোদন করেছে। এর ফলে কম্পানির পণ্যের ক্রমবর্ধমান চাহিদা পূরণে এই চুক্তি কার্যকর ভূমিকা রাখবে।
ফার্স্ট বিএসআরএস মিউচ্যুয়াল ফান্ড : ৩০ জুন ২০১১ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কর-পরবর্তী নিট লাখ সাত কোটি ২১ লাখ ৩৭ হাজার ৫৪১ টাকা, ইউনিট প্রতি আয় ১৪৪ দশমিক ২৮ টাকা এবং ইউনিটপ্রতি নিট সম্পদ ১৭৪৩ দশমিক ৮৪ টাকা।
উদ্যোক্তার শেয়ার ক্রয়/বিক্রয় : কর্ণফুলী ইনস্যুরেন্সের মিস উম্মু কাউসার সালসাবিল তাঁর চার লাখ ৩৫ হাজার ৬০৪টি শেয়ারের মধ্যে ৫৪ হাজার শেয়ার বিক্রি করতে চান।
রেকিট বেনকিসার : রেকর্ড ডের পর ১৮ সেপ্টেম্বর '১১ কম্পানির লেনদেন পুনরায় শুরু হবে।

Blog Archive