(১৯০৭) পরিশোধিত মূলধন বাড়াতে রাইট শেয়ার ছাড়ার অনুমোদন

Friday, September 16, 2011 Unknown

পরিশোধিত মূলধন বাড়াতে রাইট শেয়ার ছাড়ার অনুমোদন পেয়েছে প্রিমিয়ার লিজিং এ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।

বৃহস্পতিবার সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সভায় কোম্পানিটির রাইট শেয়ারের প্রস্তাব অনুমোদন করা হয়।

কমিশন সভা শেষে এসইসি’র মুখপাত্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের জানান, প্রিমিয়ার লিজিং মোট ৫২ লাখ ৯ হাজার ২৮২টি রাইট শেয়ার ছেড়ে ৫২ কোটি ৯ লাখ ২৮ হাজার ২০০ টাকা সংগ্রহ করবে।

কোম্পানির শেয়ারহোল্ডাররা ১:১ হারে (১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি) রাইট শেয়ার পাবেন। ১০০ টাকা অভিহিত মূল্যের রাইট শেয়ারের জন্য কোনো অতিরিক্ত অর্থ (প্রিমিয়াম) দিতে হবে না।

Blog Archive