(১৭৯৩) বিভিন্ন উদ্যোগ

Saturday, September 10, 2011 Unknown

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণ কমানোর বিভিন্ন উদ্যোগ নেয়া হলেও তা নিয়ন্ত্রণে আসছে না। বকেয়া ঋণের ক্ষেত্রেও একই অবস্থা। সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী— এ চার সরকারি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ গত অর্থবছর শেষে দাঁড়িয়েছে ১১ হাজার ৬৪ কোটি টাকা আর বকেয়া ৭৮ হাজার ৫৫৭ কোটি ৭৪ লাখ টাকা। ব্যাংকগুলোর মোট বকেয়ার ১৪ শতাংশই খেলাপি। প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্যদে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ ও ঋণ প্রদান খেলাপি ঋণ নিয়ন্ত্রণে না আসার পেছনের কারণ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। আর ব্যাংক ৪টির সংশ্লিষ্ট কর্মকর্তারা পুরনো ঋণের দায়ভার বহনের প্রসঙ্গ তুলে বলছেন, ঋণ আদায়ে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছেন তারা।
খেলাপি ঋণের মধ্যে সোনালী ব্যাংকেরই রয়েছে ৬ হাজার ৯১৮ কোটি টাকা। অন্যদিকে অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ ২ হাজার ৪৩৫ কোটি ৭০ লাখ টাকা, জনতা ব্যাংকের ১ হাজার ২০৮ কোটি ২১ লাখ এবং রূপালী ব্যাংকের ৫০১ কোটি ৯৩ লাখ টাকা।

Blog Archive