(১৭৯৭) সিমেন্ট খাতের কোম্পানিগুলো

Saturday, September 10, 2011 Unknown

মৌল ভিত্তি তুলনামূলক ভালো হলেও শেয়ারবাজারে চলমান মন্দাবস্থার কারণে সিমেন্ট খাতের কোম্পানিগুলোর শেয়ারের দরপতন অব্যাহত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে এ খাতের ছয়টি কোম্পানির মধ্যে শুধু হাইডেলবার্গ সিমেন্ট ও লাফার্জ সুরমার শেয়ারের দর তিন কার্যদিবস ধরে বেড়েছে। হাইডেলবার্গ ভালো মৌল ভিত্তিসম্পন্ন হওয়ায় এবং লাফার্জ সুরমা রাইট শেয়ারের অনুমোদন পাওয়ায় কোম্পানি দুটির দর বেড়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। অন্যদিকে বাকি কোম্পানিগুলোর শেয়ারের দরে অস্থিতিশীল বাজার পরিস্থিতির প্রভাব পড়েছে বলে মনে করছেন তারা। ডিএসইতে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানিগুলো হলো আরামিট সিমেন্ট, কনফিডেন্ট সিমেন্ট, হাইডেলবার্গ সিমেন্ট, লাফার্জ সুরমা, মেঘনা সিমেন্ট এবং এমআই সিমেন্ট।
গত সপ্তাহের তিন কার্যদিবসে আরামিট সিমেন্টের শেয়ারের দরে ছিল নিম্নমুখী প্রবণতা। সপ্তাহের প্রথম ও চতুর্থ কার্যদিবসে বেড়েছে এ শেয়ারের দর। গত সপ্তাহের প্রথম কার্যদিবসে এ শেয়ারের লেনদেন হয় ১ হাজার ২৫১ টাকায়। দ্বিতীয় কার্যদিবসে দর কমে গিয়ে লেনদেন হয় ১ হাজার ২০০ টাকায়। তৃতীয় কার্যদিবসে দর কমে লেনদেন হয় ১ হাজার ১৭০ টাকায়। চতুর্থ কার্যদিবসে দর বাড়লেও শেষ কার্যদিবসে দর কমে গিয়ে সর্বশেষ লেনদেন হয় ১ হাজার ১৯৯ টাকায়। গত এক মাসে এ শেয়ারের সর্বোচ্চ দর ছিল ১ হাজার ২৫১ টাকা এবং সর্বনিম্ন দর ১ হাজার ১৩৬ টাকা ৫০ পয়সা। গত বছর এ শেয়ারের সর্বোচ্চ দর উঠেছিল ১ হাজার ৯৩২ টাকা ৭৫ পয়সায়। এ সময় সর্বনিম্ন দর ছিল ৮৩৩ টাকা ২৫ পয়সা। আরামিট সিমেন্ট ১৯৯৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। সর্বশেষ ২০১০ সালে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস শেয়ার দেয়। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় হচ্ছে ২২ টাকা ৮৬ পয়সা।

Blog Archive