(১৭৯৫) কোম্পানিটি লেনদেনের তালিকার শীর্ষে উঠে আসে

Saturday, September 10, 2011 Unknown

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ সুরমা লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর আবেদন অনুমোদন দিয়েছে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল কমিশনের নিয়মিত সভায় এ কোম্পানির রাইট শেয়ারের অনুমোদন দেয়া হয়। ফলে লাফার্জ সুরমার প্রত্যেক সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার পাওয়া যাবে। এদিকে এ খবরে গতকাল ডিএসইতে এ কোম্পানির শেয়ার লেনদেন বেড়ে যায়। ফলে কোম্পানিটি লেনদেনের তালিকার শীর্ষে উঠে আসে
এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, এসইসির কমিশন সভায় লাফার্জ সুরমার রাইট শেয়ারের অনুমোদন দেয়া হয়েছে। কোম্পানিটি রাইট শেয়ারের মাধ্যমে শেয়ারবাজার থেকে ৫৮০ কোটি ৬৮ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা সংগ্রহ করবে। কোম্পানি ১০০ টাকা অভিহিত মূল্যের ৫ কোটি ৮০ লাখ ৬৮ হাজার ৬৭৫টি শেয়ার ছেড়ে এই টাকা সংগ্রহ করবে। রাইট শেয়ারের মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যাংকঋণ পরিশোধ করবে।
‘জেড’ ক্যাটাগরির লাফার্জ সুরমা কোম্পানির রাইট অনুমোদনের বিষয়ে এসইসির মুখপাত্র সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, ‘এটি একটি ইন্টারকান্ট্রি বিগ ইনভেস্টমেন্ট প্রজেক্ট। এ কোম্পানিতে বিপুলসংখ্যক লোকের কর্মসংস্থান রয়েছে। লাফার্জ বড় মাপের গ্লোবাল ব্র্যান্ড।

Blog Archive