(২০৫০) বাংলাদেশ ফান্ডকে আরও শক্তিশালী করা হচ্ছে

Thursday, September 22, 2011 Unknown

পুঁজিবাজারের দরপতন ঠেকাতে গঠিত বাংলাদেশ ফান্ডকে আরও শক্তিশালী করা হচ্ছে। এরইমধ্যে রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)‘কে বিভিন্ন ধরনের সুপারিশ করেছে।

বুধবার এসইসির’র সঙ্গে পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা আনয়ন বিষয়ক আলোচনা সভায় আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান বিভিন্ন ধরনের সুপারিশ করেন।

সভা শেষে ফায়েকুজ্জামান সাংবাদিকদের জানান, পুঁজিবাজারের বর্তমান প্রেক্ষাপটে স্থিতিশীলতা আনয়ন ও  বাজারের উন্নয়ন সম্পর্কে এসইসি’র সঙ্গে আলোচনা করা হয়েছে।

বিশেষ করে আলোচনা সভায় বাজারে স্থিতিশীলতা আনয়নের ক্ষেত্রে বাংলাদেশ ফান্ড কি ভূমিকা রাখছে তা আলোকপাত করা হয়।

তাছাড়া আগামীতে বাংলাদেশ ফান্ডকে আরও বেশি শক্তিশালী করতে বিভিন্ন ধরনের সুপারিশ করা হয়।

পাশাপাশি দেশের পুঁজিবাজারের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কিছু নিয়ম নীতি শিথিল করার বিষয়ে সুপারিশ করা হয়।

এসইসি সুপারিশ গুলো ভালো ভাবে শুনেছে এবং সুপারিশ গুলো দ্রুত বাস্তবায়ন করা হবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। তবে সুপারিশগুলো এসইসিতে লিখিত আকারে দেওয়া হয়নি।

তাই যত দ্রুত সম্ভব ওই সুপারিশগুলোই এসইসিতে লিখিত আকারে পাঠানো হবে বলে জানান তিনি।

Blog Archive