(২০৪২) ১৩টি অর্থনৈতিক জোন ও ছয়টি শিল্প পার্ক

Thursday, September 22, 2011 Unknown

দুই হাজার ১৩৬ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ১৩টি অর্থনৈতিক জোন ও ছয়টি শিল্প পার্ক নির্মাণের প্রক্রিয়া চলছে। এর মধ্যে বিসিকের আওতায় রয়েছে ছয়টি অর্থনৈতিক জোন ও ছয়টি শিল্প পার্ক। বাকি সাতটি বিশেষায়িত অর্থনৈতিক জোন (এসইজেড) দেশের সাতটি বিভাগীয় শহরে নির্মাণ করা হবে। অতি দ্রুত এসইজেডের জায়গা নির্বাচন, জমি অধিগ্রহণ, প্লট বরাদ্দসহ অবকাঠামো উন্নয়নের কাজ করা হবে। এসব এসইজেডের কার্যক্রম পরিচালনায় সম্পূর্ণ নতুন নিয়ন্ত্রক সংস্থা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় পরিচালিত হবে। আগামী রবিবার নতুন এ সংস্থায় লোকবল নিয়োগসহ দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে। এ কমিটি বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে যৌথভাবে কাজ করবে। শিল্প মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।
এসইজেড গঠনের লক্ষ্যে ইতিমধ্যে বিশ্বব্যাংক, প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট সাপোর্ট প্রোগ্রাম (চঝউঝচ)-এর আওতায় ১২০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দিয়েছে।

Blog Archive