(১৯৯৪) ফেসবুকে নতুন সুবিধা

Tuesday, September 20, 2011 Unknown

ফেসবুকে এবার চালু হলো সাবস্ক্রাইব-সুবিধা। জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটারের সুবিধার মতো ফেসবুকেও কারও বন্ধু না হয়েও অন্যের সাবস্ক্রাইবার হয়ে তথ্য দেখা ও মন্তব্য করা যাবে। অনেকটা ফেসবুক পেজের মতো সুবিধা রয়েছে এ পদ্ধতিতে। যার ফলে যেকোনো বন্ধুর অসীম সাবস্ক্রাইবার হওয়া যাবে। এমনিতে ফেসবুকে পাঁচ হাজারের বেশি বন্ধু করা যায় না। এ সমস্যার সমাধানের ক্ষেত্রে সাবস্ক্রাইব বড় সুবিধা।
নতুন এ সুবিধা যোগ করার বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুকে বন্ধুদের অ্যাকাউন্ট দেখার জন্য এ সুবিধা যোগ করা হয়েছে। বন্ধুদের তথ্য, মন্তব্য দেখার পাশাপাশি এর মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্ট চালানো এবং নিউজ ফিড দেখার ক্ষেত্রে আরও বেশি সুবিধা পাবেন। ফেসবুকের মূল পাতার মেসেজ এবং পোক বোতামের পাশেই থাকবে সাবস্ক্রাইব অপশনটি। প্রোফাইলে সাবস্ক্রাইবার সুবিধাটি যুক্ত করা যাবে www.facebook.com/about/subscribe ঠিকানার ওয়েবসাইট থেকে। চালু করার সময় ব্যবহারকারী ইচ্ছে করলে কারা কারা সাবস্ক্রাইব করতে পারবে, মন্তব্য, তথ্য দেখতে পারবে সেসব বিষয়ে নিয়ন্ত্রণ রাখতে পারবেন। সুবিধাটি চালু করার পর অন্য বন্ধুরা যার প্রোফাইলে সাবস্ক্রাইব করতে চান তার প্রোফাইলে সাবস্ক্রাইব বোতাম পাবেন। কতজন পোস্ট সাবস্ক্রাইব করেছে বা কতজনের পোস্ট সাবস্ক্রাইব করা হয়েছে সে তথ্য প্রোফাইলেই পাওয়া যাবে।

Blog Archive