(১৯৯০) আবারো বাংলাদেশ ফান্ড

Tuesday, September 20, 2011 Unknown

পূর্ণতা পেতে যাচ্ছে পাঁচ হাজার কোটি টাকার আলোচিত বাংলাদেশ ফান্ড। ফান্ডটির পূর্ণতা দিতে প্রয়োজনীয় সাড়ে তিন হাজার কোটি টাকা সংগ্রহে দেশে-বিদেশে ব্যক্তি-শ্রেণী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ইউনিট বিক্রির উদ্যোগ নিয়েছে মূল উদ্যোক্তাপ্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এরই মধ্যে বাংলাদেশ ফান্ডের উদ্যোক্তাদের অংশের দেড় হাজার কোটি টাকার বিনিয়োগ শেষ পর্যায়ে রয়েছে।
গতকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামান এই উদ্যোগের কথা জানান। এর আগে সকালে ফান্ডটির উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ফান্ডের পাশাপাশি শেয়ারবাজারের সামগ্রিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
আইসিবি ছাড়া ফান্ডটির অপর সাত উদ্যোক্তাপ্রতিষ্ঠান হলো: রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক (সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা), জীবন বীমা করপোরেশন, সাধারণ বীমা করপোরেশন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)।

Blog Archive