(১৬৯৬) ফ্লাশব্যক--মিউচুয়াল ফান্ডের সুখবর ■¥■ (১৬৯৭) Govt sets up company for infrastructure fund

Thursday, August 25, 2011 Unknown

শেয়ারবাজার   ::::  মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়নের জন্য মিউচুয়াল ফান্ড বিধিমালায় সংশোধনী আনা হয়েছে। এ ক্ষেত্রে কিছু সংযোজন ও বিয়োজন করা হয়েছে। কমিশনের নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এসইসির মুখপাত্র সাইফুর রহমান সাংবাদিকদের জানান, মিউচুয়াল ফান্ডের প্রাইভেট প্লেসমেন্টের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে পাওয়া ২৫ লাখ টাকার নির্ধারিত সীমা তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে লকইন সময়সীমা এক বছর থেকে কমিয়ে ছয় মাস নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া নতুন আইপিও আসার ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডগুলোর কোটা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
সাইফুর রহমান আরও বলেন, আগে মিউচুয়াল ফান্ড বাজারে আসার ক্ষেত্রে মোট আকারের ৫০ শতাংশ সাধারণ মানুষের কাছ থেকে তোলা হতো, এটা কমপক্ষে ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডকে উত্সাহিত করতে ফান্ডের আকার ২০ কোটির স্থলে কমপক্ষে ১০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এখন থেকে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলো তাদের নিজস্ব মিউচুয়াল ফান্ডে উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারবে। সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর পোর্টফোলিও ব্যবস্থাপনার কাজ করতে পারবে।
এখন থেকে মিউচুয়াল ফান্ডের নাম সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির নাম দিয়ে শুরু করতে হবে। ভবিষ্যতে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিকে রেটিং প্রদান করারও সিদ্ধান্ত নিয়েছে এসইসি।
সাইফুর রহমান জানান, এই সিদ্ধান্তগুলো জনমত যাচাইয়ের জন্য পত্রিকায় প্রকাশ করা হবে। জনমত পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

=============================================

(১৬৯৭) Govt sets up company for infrastructure fund

The government has established the largest ever finance company with a Tk 1,600 crore ($217 million) paid-up capital to fund infrastructure projects.
Authorised capital of the company titled Bangladesh Infrastructure Finance Fund Ltd (BIFFL) is Tk 10,000 crore ($1.5 billion), which is also the highest in Bangladesh.
Grameenphone is the second biggest company with a Tk 1,350.30 crore paid-up capital followed by Islami Bank with Tk 1,000 crore.
“We have applied to the Bangladesh Bank to issue the BIFFL a licence as a non-bank financial institution,” said Mohammad Muslim Chowdhury, director and acting chief executive officer of the newly formed company.
“It will take around six months to start operation of the company,” said Chowdhury, also a joint secretary of the finance division.
The BIFFL was registered as a public limited company with the Registrar of Joint Stock Companies and Firms. The company has already been allocated money and office (former tax ombudsman's office) and recruitment for different posts is under process.
The new company would be the second non-bank financial institution owned fully by the government after Infrastructure Development Company Ltd. There are 28 other non-banks under the private sector.
Although the government initiated public-private partnership in its budget for fiscal 2009-10 to develop the country's infrastructure and allocated Tk 3,000 crore in that budget, it failed to initiate any funding under the PPP.
According to officials, the BIFFL has been paid Tk 1,600 crore from the PPP fund so that the idea could see some results.
“I believe the BIFFL will bring in new dimensions in financing PPP projects and help achieve the vision of the government,” said the application written by Chowdhury to the BB for a licence.
However, some government officials who are closely involved with the formation of the BIFFL are unsure of how such a big fund should be managed by a new company.
But an official of the finance ministry, which will govern the BIFFL, has dispelled such confusions, saying, “We are thinking about outsourcing a fund manager to help the new company work.”

Blog Archive