(১২২১) বাজারের এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে হলে

Wednesday, May 25, 2011 Unknown
শেয়ারবাজার :::: পুঁজিবাজারের বিপর্যয়ের জন্য বাংলাদেশ ব্যাংকে দায়ী করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেট কোম্পানিজ’র (বিএপিসিএল) সভাপতি সালমান রহমান

তিনি সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসি পুঁজিবাজারের বিপর্যয়কর পরিস্থিতির জন্য অনেকাংশেই দায়ী বাজারে যখন ধস নামে, তখন বাংলাদেশ ব্যাংক সিআরআর এসএলআর- এর হার বৃদ্ধি করে তাতে করে ব্যাংকগুলোর বিনিয়োগ বাজার থেকে কমে আসে সেই সঙ্গে ব্যাংকগুলো তাদের বিনিয়োগ করা টাকা বাজার থেকে উত্তোলন করতে থাকে এতে বাজারের ব্যাপকহারে পতন ঘটে যে কারণে বড় বিনোয়েগকারীরা ব্যাংক থেকে ঋণ পাচ্ছেন না ফলে তারা বিনোয়োগ থেকে দূরে সরে গেছেন সঙ্গে সঙ্গে পুঁজিবাজারে তারল্য সংকট (নগদ মুদ্রার সংকট) দেখা দিয়েছে।’

মঙ্গলবার বিকেলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নতুন চেয়ারম্যান অধ্যাপক . এম খয়রুল হোসেন সদস্য অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী’র সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন সময় এফবিসিসিআই-এর সভাপতি কে আজাদ উপস্থিত ছিলেন

সালমাল এফ রহমান বলেন, ‘বাজারের এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে হলে পুঁজিবাজারের অবকাঠোমো পরিবর্তন এবং তারল্য সংকট নিরসন করতে হবে।’

তিনি বলেন, ‘শেয়ারবাজারে এখন তীব্র তারল্য সংকট চলছে এর কারণ ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের বেধে দেওয়া নিয়মের কারণে বিনিয়োগ করতে পারছে না আবার সিআরআর এসএলআর রেট বৃদ্ধি করে বেশ কয়েক হাজার কোটি টাকা তুলে নিয়েছে এই অবস্থায় ব্যাংকগুলো শেয়ারবাজারে পুনরায় বিনিয়োগ করার ক্ষমতা হারিয়েছে।’

Blog Archive