(১২২৬) এই সুযুগ দিলে আমরা স্বাগত জানাব

Wednesday, May 25, 2011 Unknown
বানিজ্য সংবাদ :::: আগামী অর্থবছরের বাজেটে শেয়ারবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ চেয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নেতারা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) মাধ্যমে সরকারের কাছে তাঁরা সুযোগ চান
বাজেট সামনে রেখে সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে এসইসি যেন বিষয়টি তুলে ধরে, মূলত সেই দাবি জানিয়েছেন বিএমবিএর নেতারা গতকাল মঙ্গলবার সকালে এসইসির নতুন চেয়ারম্যান সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে দাবি জানানো হয় এতে এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন, সদস্য হেলালউদ্দিন নিজামী, বিএমবিএর ভারপ্রাপ্ত সভাপতি হাফিজউদ্দিন আহমেদসহ এসইসি বিএমবিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
এসইসির মুখপাত্র নির্বাহী পরিচালক সাইফুর রহমান জানান, ‘মূলত এটি ছিল কমিশনের সঙ্গে বিএমবিএর নেতাদের পরিচিতি সভা সভায় শেয়ারবাজার-সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বাজার সম্পর্কে কমিশন তাঁদের মতামত জানতে চেয়েছে।’
নির্বাহী পরিচালক আরও জানান, সভায় কমিশনের পক্ষ থেকে মার্চেন্ট ব্যাংকার্সদের গ্রাহকের কাছ থেকে পাওনা টাকা আদায়ে জোরপূর্বক শেয়ার বিক্রির (ফোর্স সেল) বিষয়ে মানবিক হওয়ার কথা বলা হয়েছে সভায় উপস্থিত মার্চেন্ট ব্যাংকাররা আগামী বাজেটে যাতে শেয়ারবাজারে অপ্রদর্শিত টাকা বিনিয়োগের সুযোগ থাকে, সেই দাবি জানিয়েছেন পাশাপাশি বাজারের বর্তমান তারল্যসংকট পরিস্থিতি, একক গ্রাহকের বিপরীতে দেওয়া ব্যাংকের ঋণসীমাসহ বিনিয়োগ প্রতিবন্ধকতার বিভিন্ন বিষয়ও তুলে ধরা হয় বিএমবিএর নেতারা ব্যক্তির মূলধনি মুনাফার ওপর করারোপ এবং বিনিয়োগকারীর আয়কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক না করারও দাবি জানান
এদিকে গতকাল বিকেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) একটি প্রতিনিধিদল এসইসির নতুন চেয়ারম্যান সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএপিএলসির সভাপতি সালমান এফ রহমান সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ শিল্প বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কে আজাদ
যোগাযোগ করা হলে কে আজাদ প্রথম আলোকে বলেন, ‘আমরা বলেছি, এসইসির একার পক্ষে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয় তাই যত দ্রুত সম্ভব অর্থমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংক, এফবিসিসিআই, ডিএসই, সিএসইসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি সমন্বিত বৈঠক আয়োজনের কথা বলেছি পাশাপাশি এসইসির পরামর্শক কমিটিকে কার্যকর শক্তিশালী করার প্রস্তাব করেছি।’ তিনি আরও জানান, যেসব কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব আবেদন জমা পড়ে আছে, সেসব আবেদন পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ারও সুপারিশ করা হয়েছে
ডিএসইর নেতাদের বৈঠক: গতকাল দুপুরে ডিএসইর সভাপতি শাকিল রিজভীর নেতৃত্বে সংস্থাটির একটি প্রতিনিধিদল এসইসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে সময় সংস্থার নেতারা তাঁদের বাজেট প্রস্তাবগুলো এসইসির চেয়ারম্যানের হাতে তুলে দেন এবং তাঁদের দাবির যৌক্তিকতা তুলে ধরেন
ডিএসইর পক্ষ থেকে এই প্রস্তাবগুলো গত রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে দেওয়া হয়েছিল এতে লিখিতভাবে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়ার কোনো কথা না থাকলেও অনানুষ্ঠানিকভাবে শর্তসাপেক্ষে ডিএসই সেই সুযোগ চেয়েছে প্রসঙ্গে ডিএসইর সভাপতি বলেন, ‘সরকার যদি পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয়, তাহলে সেটিকে আমরা স্বাগত জানাব।’

Blog Archive