(১২১২) দুদক সূত্রে জানা গেছে

Wednesday, May 25, 2011 Unknown
শেয়ারবাজার ::::  দুদক সূত্রে জানা গেছে, ১৬ মে সংস্থাটির চেয়ারম্যান গোলাম রহমানের কাছে অর্থ মন্ত্রণালয় থেকে শেয়ারবাজার কেলেঙ্কারির তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে ১৭ মে দুদকের চেয়ারম্যান দাপ্তরিক কাজে বিদেশে যাওয়ায় বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তিনি এখনো বিদেশে রয়েছেন ২৯ মে থেকে তিনি নিয়মিত অফিস করবেন প্রসঙ্গে দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমিশনার মো. বদিউজ্জামানের কাছে জানতে চাইলে তিনি কিছু বলতে চাননি
উল্লেখ্য, গত সোমবার অর্থমন্ত্রী সংসদে বলেছেন, ‘শেয়ারবাজারের দুর্নীতি সম্পর্কে কিছুদিন আগে আমরা প্রতিবেদন পেয়েছি, সে অনুযায়ী অপরাধ চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এর মধ্যে কিছু বিষয় দুর্নীতি দমন কমিশনে এবং কিছু পুলিশ বিভাগে নির্দেশনা দিয়ে পাঠানো হয়েছে কিছু বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এর বাইরে এসইসি পুনর্গঠনের পর কিছু বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে শেয়ারবাজারের ঘটনায় দোষীদের বিরুদ্ধে দুদককে তদন্ত করতে দেওয়া হয়েছে।’

Blog Archive