(১৯২৯) শুক্রবার শেয়ারবাজারে

Saturday, September 17, 2011 Unknown

রফতানিকারক এবং অর্থকরী প্রতিষ্ঠানগুলোর সহায়ক ভূমিকার কারণে আজ শুক্রবার এশিয়ার শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে।
দক্ষিণ কোরিয়ার কসপি শেয়ারবাজারে সূচক বেড়েছে ৩ দশমিক সাত শতাংশ, জাপানের নিক্কি স্টকে দিন শেষে গড়ে সূচকের হার বেড়েছে ২ দশমিক তিন শতাংশ এবং অস্ট্রেলিয়ার এস এন্ড পি/এএসএক্স ২০০ সূচক দিন শেষে বৃদ্ধি পায় ১ দশমিক নয় শতাংশ। হংকংয়ের হ্যাং সেং সূচক বেড়েছে ১ দশমিক চার শতাংশ। আর সাংহাইয়ে সূচক বেড়েছে দশমিক এক শতাংশ।
এদিকে গত বৃহস্পতিবার দ্য ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, দ্য ব্যাংক অব ইংল্যান্ড, ব্যাংক অব জাপান, দ্য সুইস ন্যাশনাল ব্যাংক এবং ইউ এস ফেডারেল রিজার্ভ জানিয়েছে তারা বাণিজ্যিক ব্যাংকগুলোকে অতিরিক্ত অর্থ সহায়তা দেবে।

Blog Archive