(১৯২০) ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ)

Saturday, September 17, 2011 Unknown

ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ) ফিন্যান্স করপোরেশন লিমিডেট ২০১০-১১ অর্থবছরের জন্য ১০০ ভাগ বোনাস লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির শেয়ারহোল্ডাররা একটির বিপরীতে একটি করে বোনাস শেয়ার পাবেন। গত বৃহস্পতিবার কোম্পানির পরিচালনা পর্ষদের ৬৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
২০১১ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯৮ টাকা। শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ৩২৮ টাকা ও উল্লেখিত বছরে শেয়ারপ্রতি অর্থ প্রবাহ ছিল ২০৪ টাকা। কোম্পানির রেকর্ড ডেট ২৯ সেপ্টেম্বর। ওই দিন যাদের হাতে শেয়ার থাকবে তারাই বোনাস লভ্যাংশ পাবেন। আগামী ২২ নভেম্বর আর্মি গলফ ক্লাবে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকা। শতভাগ বোনাস দেয়ার ফলে পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকায় উন্নীত হবে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী আগামী বছরের জুনের মধ্যে প্রতিটি আর্থিক প্রতিষ্ঠানকে অন্তত ১০০ কোটি টাকা পরিশোধিত মূলধনে উন্নীত করার বাধ্যবাধকতা রয়েছে।

Blog Archive