(১৮৭৬) কোনো নতুন ব্যাংকের

Thursday, September 15, 2011 Unknown

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কোনো নতুন ব্যাংকের প্রয়োজন নেই। তার পরও সরকার দলীয় বিবেচনায় ব্যাংকের অনুমোদন দিয়েছে। জাতীয়তাবাদী বাস্তুহারা দলের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে আজ বৃহস্পতিবার জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল দাবি করেন, ‘এ সরকারের কারণে দেশের সামষ্টিক অর্থনীতি এখন বিপর্যয়ের মুখে। সর্বস্তরের দুর্নীতির কারণে বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বড় বড় প্রকল্পের কাজ থমকে গেছে।’
বিএনপির মধ্যে কোনো কোন্দল বা ভাঙন নেই বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, বিএনপি আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। সামনের আন্দোলনে জনগণ সেটা বুঝতে পারবে। অত্যন্ত দুঃখজনকভাবে রাজনৈতিক দেউলিয়াত্বের কারণে আওয়ামী লীগ বিএনপিকে ভেঙে ফেলার ষড়যন্ত্র করছে অথবা পত্রপত্রিকায় বিভিন্ন খবর প্রকাশ করে একটি অপপ্রয়াস চালাচ্ছে।
আওয়ামী লীগের বেশ কিছু নেতা বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের বেশ কিছু নেতা, যাঁরা মনে করেন যে সরকার সঠিকভাবে চলছে না, দুর্নীতি বেড়ে গেছে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা হচ্ছে। তাঁরা পার্লামেন্টে বলেছেন, বাইরেও বলছেন। তাঁরা নিঃসন্দেহে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করছেন।’

Blog Archive