(১৮৭২) মিউচুয়াল ফান্ডের সুখবর

Thursday, September 15, 2011 Unknown

মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের বিধিমালা ২ ও ৫ স্থগিত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এর ফলে মিউচুয়াল ফান্ডগুলো পুঁজিবাজারে ব্যক্তি ও কোম্পানি খাতে আরো বেশি বিনিয়োগ করার সুযোগ পাবে।

এসইসির সঙ্গে অ্যাসেট ম্যানেজম্যান্ট কোম্পানিগুলোর বৈঠক শেষে এসইসির মুখপাত্র সাইফুর রহমান সাংবাদিকদের একথা জানান।

তিনি জানান, কমিশনের কাছে অ্যাসেট ম্যানেজম্যান্ট কোম্পানিগুলো বেশ কিছু সুপারিশ করেছে। এ সুপারিশগুলো বিবেচনা করে এসইসি তা সমাধানের ব্যবস্থা করবে বলে তাদের আশ্বস্ত করেছে।

এ সময় উপস্থিত ছিলেন, এইমস অ্যাসেট ম্যানেজম্যান্ট এর ব্যবস্থাপনা পরিচালক ইয়া ওয়ার সাঈদ, প্রাইম অ্যাসেট ম্যানেজম্যান্টের এমডি মঈন আল কাশেম প্রমুখ।

এইমস অ্যাসেট ম্যানেজম্যান্ট এর ব্যবস্থাপনা পরিচালক ইয়া ওয়ার সাঈদ বলেন, ‘মিউচুয়াল ফান্ডের উপর চলতি অর্থবছরে কর নির্ধারণ করা হয়েছে। এতে দেখা গেছে একই মিউচুয়াল ফান্ডে তিনবার করে কর দিতে হবে। তাই আমরা এ কর বাতিল করার জন্য সুপারিশ করেছি এসইসির কাছে’।

Blog Archive