(১৭৭২) বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে

Thursday, September 08, 2011 Unknown

শেয়ারবাজার   ::::  দেশের পুঁজিবাজার আন্তর্জাতিক আদলে গড়ে তুলতে সার্বিক উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ও আর্ন্তজাতিক দাতা সংস্থা ইন্টরন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ) বৈঠকে বসছে।

বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রধান কার্যালয়ের সভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে আইএমএফের এশিয়া প্যাসিফিক ডিভিশনাল চিফ মি. ডেভিড কাওয়েনের নেতৃত্বে আইএমএফের ৬ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল উপস্থিত থাকার কথা রয়েছে।

এছাড়া সিএসইর পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত থাকবেন এ বৈঠকে।

বুধবার সিএসইর প্রেসিডেন্ট ফখরুদ্দিন আলী আহমেদ  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দেশের পুঁজিবাজার আন্তর্জাতিক আদলে গড়ে তোলার লক্ষ্যেই এ বৈঠকের আয়োজন করা হয়েছে।  বৈঠকে দেশের পুঁজিবাজার আন্তর্জাতিক মানে গড়ে তোলার লক্ষ্যে কি প্রয়োজন বা কি ধারনের প্রতিবন্ধকতা রয়েছে সে বিষয়গুলো নিয়ে দুই পক্ষের আলোচনা হবে।’

তিনি আরো বলেন, ‘বিশ্বের সাঙ্গে তাল মিলিয়ে চলার জন্য দেশের শেয়ার মার্কেটকে আন্তর্জাতিক আদলে গড়ে তোলার বিকল্প নেই। সে লক্ষ্যে ইতোমধ্যে সিএসই বেশকিছু পদক্ষেপ হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ১৫ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে অত্যাধুনিক ও আন্তর্জাতিক মান সম্পন্ন সফ্টওয়্যার “নেক্সট জেনারেশন ট্রেডিং সিস্টেম”।

Blog Archive