(১৭৮০) লেটস হোপ...কারন নতুন

Thursday, September 08, 2011 Unknown

ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই’র পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং বেক্সিমকো গ্রুপের ভাইস প্রেসিডেন্ট সালমান এফ রহমান।

বৃহস্পতিবার বিকেলে তিনি ডিএসই প্রধান কার্যলয়ে এসে তার দায়িত্ব গ্রহণ করেন। এ সময় ডিএসই’র সভাপতি শাকিল রিজভী সালমান এফ রহমানকে ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়া তিনি ডিএসই’র পরিচালনা পর্ষদের বোর্ড সভায় উপস্থিত থাকেন। তিনি তার ভাই সোহেল রহমানের স্থলাভিষিক্ত হলেন। এর আগেও তিনি ডিএসইর পরিচালক ছিলেন।

ডিএসই’র পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল রশীদ লালী  বলেন, সালমান এফ রহমান ডিএসই’র পরিচালনা পর্ষদের সদস্য হওয়ার পর তিনি পর্ষদের বৈঠকে উপস্থিত হন।

এ বিষয় ডিএসই’র সভাপতি শাকিল রিজভী বলেন, ডিএসই’র নীতিমালা অনুযায়ী পরিচালনা পষর্দে তাকে রাখা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে ডিএসই পরিচালনা পর্ষদে সদস্য সংখ্যা ২৪ জন। এর মধ্যে ১২ জন বিভিন্ন সংগঠন থেকে পদাধিকার বলে সদস্য হন। অপর ১২ জন ডিএসই’র সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত।

নির্বাচিত ১২ সদস্যের মধ্যে প্রতিবছর সিনিয়রের ভিত্তিতে ৪ জন অবসর গ্রহণ করেন। ওই চারটি শূন্য পদ নির্বাচনের মাধ্যমে পূরণ করা হয়। সদস্য পদ পূরণ করার পর ১২ পরিচালকের ভোটে ডিএসইর সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহসভাপতি এক বছরের জন্য নির্বাচন করা হয়ে থাকে।

Blog Archive