(৯৪৬) ডিভিডেন্ট ইল্ড তথা ফান্ডামেন্টালের মধ্যে ব্যবধান

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: গত বছর ফেব্রুয়ারির সেমিনারে বাংলাদেশের পুঁজিবাজারের তখনকার পরিস্থিতির সঙ্গে ১৯৯০ সালে জাপানের পুঁজিবাজারে ধস এবং ১৯২৫ সালে জার্মানির পুঁজিবাজারে ধসের আগের পরিস্থিতির মিল তুলে ধরা হয়েছিল প্রতিবেদনে বলা হয়, ১৯৮৬ সাল থেকে ১৯৯৩ সালে বাংলাদেশের পুঁজিবাজারের শেয়ার প্রাইস ইনডেঙ্ ছিল সমান্তরাল ১৯৯৪ থেকে ১৯৯৬ সালে তা দ্রুত বৃদ্ধি পায় শেয়ার প্রাইস ইনডেঙ্ ১৯৯৩ সালে ৫৫০ সূচক থেকে বেড়ে ১৯৯৬ সালের নভেম্বর হাজার ৬৪৯ হয়ে যায় ১৯৯৬ সালের পর থেকে তা আবার ক্রমান্বয়ে পড়ে গিয়ে ১৯৯৯ সালে ৪৮৮ সূচকে নেমে আসে ২০০০ সাল থেকে তা আবার বেড়ে ১০০০- উন্নীত হয় ২০০৩ থেকে ২০০৫ সালের ব্যবধানে তা ২০০০- উন্নীত হয় ২০০৬ সালে তা ২০০০ থেকে ১৫০০-তে নেমে আসে ২০০৮ সালে তা ৩০০০ উন্নীত হয় ২০০৮ সালের ডিসেম্বর থেকে তা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে এবং ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে তা বেড়ে দাঁড়ায় ৫৭৪৬- একই সময়ে পিই রেশিও ডিভিডেন্ট ইল্ড তথা ফান্ডামেন্টালের মধ্যে ব্যবধানও বাড়তে থাকে, যা পুঁজিবাজারে বিপর্যয়ের পূর্বাভাস

Blog Archive