(৯৪৫) তখনই 'বুদবুদ' সৃষ্টি হয়

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: ২০০৯ সাল থেকেই অস্বাভাবিক ছিল পুঁজিবাজার : বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, বিগত সময়ে বিশ্বব্যাপী স্টক মার্কেটগুলোর ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, যখনই পুঁজিবাজারের প্রাইস আর্নিং (পিই) রেশিও এবং ডিভিডেন্ট ইল্ডের মধ্যে পার্থক্য ব্যাপক মাত্রায় বেড়ে যায় তখনই 'বুদবুদ' সৃষ্টি হয় এর ফলে স্টকের ফান্ডামেন্টাল দরবৃদ্ধির অনুপাত ক্রমশ বাড়তে থাকে এবং বাজারে ধস নামে একই চিত্র পরিলক্ষিত হয়েছে জার্মানি, জাপানসহ বিশ্বের অন্যান্য পুঁজিবাজারে ধস নামার প্রাক্কালে একই চিত্র ২০০৯ সালে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের পুঁজিবাজারেও দেখতে পায়

Blog Archive