(৯৪৪) মিল তুলে ধরা হয়েছিল

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: গত বছর ফেব্রুয়ারির সেমিনারে বাংলাদেশের পুঁজিবাজারের তখনকার পরিস্থিতির সঙ্গে ১৯৯০ সালে জাপানের পুঁজিবাজারে ধস এবং ১৯২৫ সালে জার্মানির পুঁজিবাজারে ধসের আগের পরিস্থিতির মিল তুলে ধরা হয়েছিল এতে দেখানো হয়, বাংলাদেশের পুঁজিবাজারের ডিভিডেন্ট ইল্ড (ডিওয়াই) প্রাইস আর্নিং রেশিওর মধ্যে পার্থক্য ওই দুই দেশের পুঁজিবাজারে ধসের সময়ের ডিভিডেন্ট ইল্ড প্রাইস আর্নিং রেশিওর পার্থক্যের পর্যায়ে পেঁৗছে গেছে অর্থাৎ বাংলাদেশের পুঁজিবাজারে শেয়ারের দাম তার ফান্ডামেন্টালকে বহু আগেই ছাড়িয়ে গেছে ১৯৯০ সালে ধসের সময় জাপানের পুঁজিবাজারে ডিভিডেন্ট ইল্ড প্রাইস আর্নিং রেশিওর মধ্যে পার্থক্য ছিল প্রায় ৫০ শতাংশ এবং ১৯২৫ সালে জার্মানিতে তা ছিল প্রায় ১৯ শতাংশ ২০১০ সালের ডিসেম্বরে বাংলাদেশের পুঁজিবাজারে পার্থক্য ঠেকে প্রায় ২৯ শতাংশে

Blog Archive