(৫৫৫) ৮ টি দশা (Phase)

Saturday, April 30, 2011 Unknown
শেয়ারবাজার পুঁজিবাজার তদন্ত কমিটির পুরো প্রতিবেদন গ্রহণযোগ্য মনে না করলেও সুপারিশ অনুযায়ী এসইসি পুনর্গঠনের কাজ ইতোমধ্যে শুরু করেছে সরকার সংস্থায় নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নতুন সদস্যও আসছে

পুঁজিবাজার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে শনিবার সংবাদ সম্মেলন করেন অর্থমন্ত্রী কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ নেতৃত্বাধীন চার সদস্যের কমিটি গত এপ্রিল তাদের প্রতিবেদন মন্ত্রীকে দেন

সংবাদ সম্মেলনে 'পুঁজিবাজার তদন্ত প্রতিবেদন, ২০১১ সম্পর্কিত বিজ্ঞপ্তি' শিরোনমে একটি লিখিত বক্তব্য তুলে ধরেন অর্থমন্ত্রী এতে ১১টি পরিশিষ্ট রয়েছে

প্রথম পরিশিষ্টে তদন্ত কমিটির প্রতিবেদনের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে দ্বিতীয় পরিশিষ্টে কমিটির ২৫টি সুপারিশ, তৃতীয় পরিশিষ্টে কমিটির সুপারিশের অতিরিক্ত ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক সনাক্ত করা ১১টি পর্যবেক্ষণ দেওয়া হয়েছে

চতুর্থ পরিশিষ্টে রয়েছে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ, পঞ্চম পরিশিষ্টে স্বল্প মেয়াদে (এসইসি পুর্নগঠনের পর এক মাস) ব্যবস্থা গ্রহণ, ষষ্ঠ পরিশিষ্টে মধ্য মেয়াদে (এসইসি পুর্নগঠনের পর চার মাস) ব্যবস্থা গ্রহণ, সপ্তম পরিশিষ্টে কমিটির সুপারিশ অনুযায়ী অধিকতর তদন্ত, অষ্টম পরিশিষ্টে কমিটির পর্যক্ষেণে ফৌজদারি অপরাধ এবং নবম পরিশিষ্টে সরকারের নেওয়া পদক্ষেপগুলো উল্লেখ করা হয়েছে

Blog Archive