(৫১৩) ২৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২৩৯টির

Wednesday, April 27, 2011 Unknown
দেশের পুঁজিবাজারে বুধবার সাধারণ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেন। তবে লেনদেন শুরু হয় নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে।
ডিএসই সূত্রে জানা যায়, আজ নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়ে ২০ মিনিটের মাথায়ই সূচক ৫৫ পয়েন্ট নেমে যায়। তবে আধা ঘণ্টা পর ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৭.৫০ পয়েন্ট কমে ৫৭৮৮.৮০ পয়েন্টে দাঁড়ায়। এরপর বেশ কয়েকবার ওঠানামা করে সূচক। তবে বেলা একটার পর থেকে সূচক বাড়তে থাকে, যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে।
বিকেল তিনটায় লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪ দশমিক ৭৭ শতাংশ বা ২৭৬.৯৭ পয়েন্ট বেড়ে ৬০৮৩.২৮ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে হাতবদল হওয়া ২৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২৩৯টির, কমেছে চারটির এবং অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের দাম।
এ ছাড়া ডিএসইতে আজ লেনদেনের পরিমাণ ৫০৭ কোটি টাকা, যা গতকালের চেয়ে ৬১ কোটি টাকার বেশি।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বেক্সিমকো, বেক্সটেক্স, ইউনাইটেড এয়ারওয়েজ, ফু-ওয়াং সিরামিকস, আফতাব অটো, মালেক স্পিনিং, বিএসআরএম স্টিল, তিতাস গ্যাস, লঙ্কা-বাংলা ফিন্যান্স ও এনবিএল।
আজ সবচেয়ে বেশি বেড়েছে ফিনিক্স ইনস্যুরেন্সের শেয়ারের দাম। এ ছাড়া ফু-ওয়াং ফুডস, মেঘনা কনডেন্সড মিল্ক, কাশেম ড্রাই সেল, লঙ্কা-বাংলা ফিন্যান্স, দেশবন্ধু পলিমার, এশিয়া ইনস্যুরেন্স, বিডি ওয়েল্ডিং ইলেকট্রডস, প্রাইম ইনস্যুরেন্স ও বিচ হ্যাচারিজ দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।
অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক চার দশমিক ১০ শতাংশ বা ৬৬৯.৫৬ পয়েন্ট বেড়ে ১৬৯৭৩.৭৮ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৯১টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৮৩টির, কমেছে সাতটির এবং অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ৭৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৩ কোটি টাকা বেশি।

Blog Archive