(৫১৭) আপনার সততাকে প্রশ্নবিদ্ধ

Wednesday, April 27, 2011 Unknown
ওই প্রতিবেদন অত্যন্ত গোপনীয় হলেও আপনি [ইব্রাহিম খালেদ] তা গণমাধ্যমে প্রকাশ করেছেন- এ কথা উল্লেখ করে নোটিসে বলা হয়েছে, এরই মধ্যে বিভিন্ন ব্যক্তি ও কোম্পানি নিয়ে ইলেকট্রনিক মিডিয়ায় বেশ কিছু আপত্তিজনক মন্তব্য করেছেন।

'ওই সব ব্যক্তি ও প্রতিষ্ঠান অর্থ পাচার ও শেয়ার বাজার বিপর্যয়ে দায়ী বলে ইঙ্গিত দিয়েছেন। ওই প্রতিবেদন সরকারের সম্পদ হওয়া সত্ত্বেও আপনি উদ্দেশ্যমূলকভাবে তা প্রকাশ করে বিশ্বাসভঙ্গ করেছেন।'

নোটিসে বলা হয়েছে, আপনার ও আপনার কমিটির সদস্যদের স্পষ্ট স্বাক্ষর সম্বলিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত শেয়ার বাজার প্রতিবেদনের একটি কপি আমার মক্কেলের নিকট রয়েছে।

'প্রতিবেদন প্রকাশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন অর্ডিনেন্স-১৯৬৯ এর ধারা-১৯ ও তথ্য অধিকার আইন-২০০৯ এর ধারা-৭ এরও লংঘন। এর মাধ্যমে আপনি ও আপনার কমিটির সদস্যরা বিশ্বাসভঙ্গের অপরাধ এড়াতে পারেন না।'

'আপনার বক্তব্য পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং শেয়ার বাজারের সূচকের পতন হচ্ছে।'

'আপনার এবং আপনার পুত্রের বিরুদ্ধে পত্র-পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আপনার সততাকে প্রশ্নবিদ্ধ করেছে।'



 A lawyer has sent a legal notice to stocks probe body chief Ibrahim Khaled seeking his resignation as Krishi Bank chairman.


The notice, issued on behalf of one advocate Abul Hashem, said a writ petition would be filed in the High Court if Khaled did not resign within 10 days of receiving a copy of the notice.


The notice said, "Despite the report being highly confidential, you have published it in the media. Already you have made some objectionable comments about several people and companies in the electronic media.


"You have hinted that those people and institutions are involved in money laundering and share market debacle."


"Despite the report being government property, you have deliberately published it and violated trust," the notice said.

Blog Archive