বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ সমাবেশ চলছে। বেলা তিনটায় এ সমাবেশ শুরু হয়। বৃহস্পতিবার দুপুরের পর থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে মুখরিত করে তোলে সোহরাওয়ার্দী উদ্যান। নির্দলীয় সরকারের দাবিতে ১৮ দলের আন্দোলনে সরকারের বিভিন্ন বাহিনীর দ্বারা জোটের একাধিক নেতাকর্মী নিহত-আহত হওয়ার প্রতিবাদে এবং মিথ্যা মামলা ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপত্বি করছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে উপস্থিত আছেন- ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধূরী এ্যানী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ঢাকা মহানগর জামায়াতের সভাপতি নরুল ইসলাম বুলবুল প্রমুখ