বর্তমান সরকারের আত্মসমর্পণ

Saturday, December 14, 2013 Other
বর্তমান সরকারের আত্মসমর্পণ মঞ্চ তৈরি হচ্ছে। দেশে যে গণ-আন্দোলন চলছে, তার শেষ পর্যায়ে এসেছি আমরা। একাত্তরে পাক বাহিনী যখন আত্মসমর্পণ করে তখন সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ মঞ্চ তৈরি করা হয়। আর এখন সেই স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে রাজধানীতে আত্মসমর্পণ মঞ্চ তৈরি করা হবে- আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।  প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এই আইনজীবী বলেন, যারা আপনার চারপাশে বসে আপনাকে বিভ্রান্ত করছে, তারা কেউ আপনার পাশে থাকবে না। চরম মূল্য আপনাকেই দিতে হবে। খন্দকার মাহবুব অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার জামায়াতকে তাদের পক্ষে নিতে চেয়েছিল। কিন্তু জামায়াতকে পক্ষে না পেয়ে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের নামে ট্রাইব্যুনাল করেছে।  খন্দকার মাহবুব বলেন, যুদ্ধপারাধীদের বিচার করুন, কিন্তু এমন বিচার করবেন না যেনো বিচারের জন্য আবারো বিচার হতে পারে। এ বিচার আন্তর্জাতিক মানদণ্ড মেনে হচ্ছে না। দেশের মানুষ এই বিচার গ্রহণ করছে না। এ বিচারে মানুষ আজ বিতৃষ্ণা বোধ করছে, মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, আজ আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রের দেয়াল ভেঙে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে।  সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মাদ রহমতুল্লাহর সভাপতিত্বে এ আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক খাইরুল কবির খোকন, এলডিপির মহাসচিব এবিএম মোশারফ হোসেন, ছাত্র নেতা শাহাদাৎ হোসেন সেলিম, এবিএম খালিদ হাসান প্রমুখ

Blog Archive