‘জি ফ্লেক্স’ নামে বাঁকানো ডিসপ্লেযুক্ত একটি স্মার্টফোন দেবে এলজি - Z-Flex - LG WILL GIVE NEW CURL PHONE

Tuesday, October 15, 2013 Other

নভেম্বর মাসনাগাদ ‘জি ফ্লেক্স’ নামে বাঁকানো ডিসপ্লেযুক্ত একটি স্মার্টফোনের ঘোষণা দেবে এলজি। সম্প্রতি এলজির এ স্মার্টফোনটির তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট এলজির বাঁকানো স্মার্টফোনটির ছবি ফাঁস করেছে। অবশ্য এলজির বাঁকানো স্মার্টফোন বাজারে আনার আগেই ‘গ্যালাক্সি রাউন্ড’ নামে বাঁকানো ডিসপ্লের স্মার্টফোনের ঘোষণা দিয়েছে স্যামসাং। এনগ্যাজেট প্রকাশিত ছবিতে দেখা গেছে, স্যামসাংয়ের গ্যালাক্সি রাউন্ডের নকশার তুলনায় জি ফ্লেক্সের নকশা সম্পূর্ণ আলাদা হবে। এলজির জি ফ্লেক্সের ডিসপ্লের মাপ হবে ছয় ইঞ্চি যা সহজে ভাঙবে না। এ স্মার্টফোনটিতে বাঁকানো ব্যাটারিও দেখা মিলতে পারে। প্রযুক্তির বিশ্লেষকেরা বলছেন, স্মার্টফোনের নকশা আর ফিচারে দ্রুত পরিবর্তন ঘটছে। স্মার্টফোনের নকশা ও ফিচারে পরিবর্তন আনতে বর্তমানে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা স্যামসাংয়ের পাশাপাশি অ্যাপল, নকিয়া, এইচটিসি, লেনোভো, এলজির মতো প্রতিষ্ঠানগুলো কাজ করছে। দ্রুত উদ্ভাবনী বৈশিষ্ট্যের স্মার্টফোন বাজারে এনে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে যেতে চাইছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। ২০১৪ সালের শুরুতেই স্যামসাং, এলজি ও অ্যাপলের মধ্যে শুরু হবে বাঁকানো ডিসপ্লের স্মার্টফোনের যুদ্ধ। প্রযুক্তির বিশ্লেষকেরা জানান, বাঁকানো ডিসপ্লে হচ্ছে সহজেই ভাঁজ করা যায় বা কাগজের মতো মুড়িয়ে রাখা যায় এমন ডিসপ্লের প্রাথমিক ধাপ। এ ধরনের ডিসপ্লে ব্যবহার করা হলে স্মার্টফোন একটি নির্দিষ্ট কোণ পর্যন্ত বাঁকা থাকবে। বর্তমানে এলইডি টিভির ক্ষেত্রে বাঁকানো ডিসপ্লে ব্যবহার করেছে এলজি। ভবিষ্যতে এ ধরনের নতুন স্মার্টফোন ও পরিধেয় প্রযুক্তিপণ্য বাজার দখল করে নেবে বলে মার্কিন প্রযুক্তির বিশ্লেষকেরা পূর্বাভাস দিয়েছেন। জি ফ্লেক্স স্মার্টফোনটিতে থাকবে ছয় ইঞ্চি মাপের বাঁকানো অর্গানিক এলইডি বা ওএলইডি ডিসপ্লে। এদিকে স্যামসাংয়ের গ্যালাক্সি রাউন্ডে থাকবে ৫ দশমিক ৭ ইঞ্চি মাপের ডিসপ্লে, কোয়াড কোর সিপিইউ।

Blog Archive