পানির নিচে ইন্টারনেট চালান সহজে- Wi-Fi is now under water

Sunday, October 20, 2013 Other
গভীর সমুদ্রকে ইন্টারনেটের আওতায় আনতে পানির নিচে ওয়াইফাই নেটওয়ার্ক সেবা চালুর উদ্যোগ নিয়েছে বাফেলো বিশ্ববিদ্যালয়। সুনামি, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এ সেবা দারুণ কাজে দেবে বলে দাবি বিশ্ববিদ্যালয়টির গবেষকদের। খবর বিবিসির। দুর্যোগ মোকাবেলার পাশাপাশি গভীর সমুদ্রে চলাচলকারী জাহাজ কিংবা উদ্ধারকর্মীদেরও কাজে আসবে এ সেবা। তবে প্রচলিত ওয়াইফাই সেবায় যেখানে বেতার তরঙ্গ ব্যবহার হয়, সেখানে এতে ব্যবহার করা হচ্ছে শব্দ তরঙ্গ। গবেষকদের মতে, বেতার তরঙ্গ পানিতে চলাচল করতে পারলেও এর সক্ষমতা একেবারে ক্ষীণ হয়ে পড়ে। এক্ষেত্রে শব্দ তরঙ্গের মাধ্যমে তথ্য আদান-প্রদান অনেকটাই স্থিতিশীল থাকে। ডলফিন ও তিমিরের মতো প্রাণীরা পানির নিচে যোগাযোগ রক্ষা করতে শব্দ তরঙ্গ ব্যবহার করে। এদিকে বেশ আগে থেকেই পানির নিচে বেতার যোগাযোগ করে আসছেন ডুবুরিরা। তবে বিভিন্ন কোম্পানির উদ্ভাবিত বিভিন্ন ধরনের প্রযুুক্তি একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হয়নি এ পর্যন্ত। এ সমস্যা সমাধানে বিশেষ একটি মানদণ্ড নির্ধারণের জন্যও কাজ করছেন বাফেলোর গবেষকরা। গবেষক দলের প্রধান তোমাসো মেলোডিয়া বলেন, মহাসাগরের বিভিন্ন তথ্য রিয়েল টাইমে সংগ্রহ ও বিশ্লেষণে দারুণ কাজে দেবে পানির নিচে থাকা বেতার নেটওয়ার্ক। - See more at: http://bonikbarta.com/telecom-and-technology/2013/10/19/19438#sthash.ytA64o49.dpuf

Blog Archive