থৃজি আর নেই- ফাইভ জি- 5G Internet is in pipeline

Sunday, October 20, 2013 Other
সবে থ্রিজি নেটওয়ার্ক চালু হলো বাংলাদেশে। ফোর জি আসতে অনেক দেরি। এরই মধ্যে খবর এলো ফাইভ জি আসছে। তবে সময় লাগবে আরো সাত বছর। অ্যাপ্লিকেশন বাইনারি ইন্টারফেস (এবিআই)-এর একটি গবেষণা প্রতিবেদন বলছে, ২০২০-এর আগে ৫ জি প্রস্তুত হবে না। শীঘ্রই কেন ৫ জি চালু হচ্ছে না, এ প্রশ্নের জবাবে জানানো হয়েছে, এখনও এটি ফোনে ব্যবহারের জন্য সার্টিফিকেট পায়নি। থ্রিজির মতো এটি ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের অনুমোদন পায়নি। অন্যদিকে স্মার্টফোন প্রস্তুতকারকদের ৫জি প্রযুক্তির বিজ্ঞাপন দিতেও এখনও নিষেধাজ্ঞা দেয়া হয়নি। এ মাসেই জাপানের ডোকোমো কোম্পানি ঘোষণা দিয়েছে, তারা ২০২০ সালে ৫জি চালু করবে। এনটিটি ডোকোমো বলেছে, তারা ৫জিতে ১০০ গুণ বেশি ইন্টারনেট স্পিড দেবে। অন্যদিকে স্যামসাং বলেছে, তারা ৫জি'র মাধ্যমে তারা ১ জিবিপিএস স্পিড দেবে। এই যখন বড় কোম্পানিরগুলো প্রস্তুতি তখনও ৪ জি পরীক্ষামূলক অবস্থায়। ধারণা করা হচ্ছে, ২০১৪ সাল শেষ হওয়ার আগে এটি ব্যবহার উপযোগী হতে পারে। খবর মিলেছে, স্যামসাং গ্যালাক্সি নোট থ্রিতে ৮০এমবিপিএস স্পিড পাওয়া যাচ্ছে। তবে এটা ঘটছে শুধু নিউ ইয়র্ক শহরের কিছু এলাকায়।

Blog Archive