(১৪৯৫) আজও মান রেখেছে

Monday, June 06, 2011 Unknown
শেয়ারবাজার :::: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বেড়েছে ৮১ পয়েন্ট চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) ১৫০ পয়েন্ট একই সঙ্গে উভয় বাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম লেনদেন বেড়েছে

আগের কার্যদিবস রোববারের মতো সোমবারও সূচকের ঊর্ধ্বগতি দিয়ে পুঁজিবাজারের লেনদেন শুরু হয় এদিন লেনদেনের প্রথম আধঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ২৭ পয়েন্টের মতো বেড়ে যায় তবে পরের ২০ মিনিট অর্থাৎ ১১টা ২০ থেকে ৫০ মিনিট পর্যন্ত সূচক আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট কমে যায় প্রথম ঘণ্টা শেষে ডিএসইর সূচক পয়েন্ট কমে তবে দুপুর দেড়টার পর ঊর্ধ্বমুখী হতে থাকে সূচক, যা দিনশেষেও অব্যাহত ছিল

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার ডিএসইতে ২৫৭টি প্রতিষ্ঠানের লেনদেন হয় এর মধ্যে দাম বেড়েছে ১৭৬টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত ছিল আটটি প্রতিষ্ঠানের দাম পাশাপাশি ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৮১ পয়েন্ট বেড়ে উন্নীত হয় হাজার ৮৪৪ পয়েন্টে সার্বিক সূচক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় হাজার ৮৬৩ পয়েন্টে

এদিন ডিএসইতে লেনদেন হয় মোট ৬৭০ কোটি ৮২ লাখ ৯২ হাজার টাকার শেয়ার ইউনিট যা আগের দিনের চেয়ে ১০৯ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার টাকা বেশি

সোমবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ প্রতিষ্ঠান ছিল- ইউনাইটেড এয়্যারওয়েজ, ইউসিবিএল, এমআই সিমেন্ট, বিএসআরএম স্টিলস, মেঘনা সিমেন্ট, তিতাস গ্যাস, ন্যাশনাল ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, ইএইচএল বেক্সিমকো লিমিটেড

দাম বাড়ার দিক দিয়ে শীর্ষ দশ প্রতিষ্ঠান ছিল- বিইডিএল, সালভো কেমিক্যাল, কেপিসিএল, বিডি ওয়েল্ডিং, ওসিএল, ইউসিবিএল, জিকিউ বল পেন, এমআই সিমেন্ট, এবি ব্যাংক সামিট অ্যালিয়েন্স পোর্ট

এছাড়া দাম কমার শীর্ষ দশ প্রতিষ্ঠান ছিল- এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, দুলামিয়া কটন, আনোয়ার গ্যালভানাইজিং, ফিনিক্স ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, শ্যামপুর সুগার, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, অলটেক্স, চিটাগাং ভেজিটেবল, জিল বাংলা মিথুন নিটিং

সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার সিএসইতে লেনদেন হয় মোট ১৯৫টি প্রতিষ্ঠানের এর মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত ছিল ১২টি প্রতিষ্ঠানের দাম

এদিন সিএসইর সাধারণ সূচক ১৫০ পয়েন্ট বেড়ে উন্নীত হয় ১০ হাজার ৪৫৬ পয়েন্টে সার্বিক সূচক বেড়ে উঠে যায় ১৬ হাজার ২৪২ পয়েন্টে

সোমবার সিএসইতে লেনদেন হয় মোট ৯৪ কোটি ২৬ লাখ হাজার ৪০৩ টাকার শেয়ার ইউনিট আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৭২ কোটি ২৮ লাখ ৩৯ হাজার ৮৪৭ টাকা

Blog Archive