(১৯৫৪) বাজারে এর সুফল মিলতে পারে

Sunday, September 18, 2011 Unknown

গত সপ্তাহে এসইসির পক্ষ থেকে যেসব সিদ্ধান্ত ও উদ্যোগ নেওয়া হয়েছে, বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
যোগাযোগ করা হলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী  বলেন, ‘বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গত সপ্তাহে এসইসি ধারাবাহিক বৈঠক করেছে। বেশকিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আশা করছি, ধীরে ধীরে বাজারে এসব সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব দেখা যাবে।’
শাকিল রিজভী আরও বলেন, বাজারের ওপর বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসের কিছুটা ঘাটতি রয়েছে, যার কারণে লেনদেনে এর নেতিবাচক প্রভাব পড়ছে। তাই বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে।
অভিন্ন অভিহিত মূল্যের পাশাপাশি অভিন্ন মার্কেট লট করা হলে দীর্ঘ মেয়াদে তা বাজারের জন্য সুফল বয়ে আনবে বলে মনে করেন ডিএসইর সভাপতি। এ ছাড়া লেনদেনের নিষ্পত্তির সময় এক দিন কমিয়ে আনা হলে বাজারে এর সুফল মিলতে পারে

Blog Archive