(১৯৬০) স্থিতিশীলতার লক্ষ্যে মুদ্রাবাজার ও পুঁজিবাজারের জন্য

Sunday, September 18, 2011 Unknown

আর্থিক খাতের স্থিতিশীলতার লক্ষ্যে মুদ্রাবাজার ও পুঁজিবাজারের জন্য একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

শনিবার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমীতে এ কর্মশালার আয়োজন করা হয়।

গভর্নর বলেন, 'মুদ্রাবাজার ও পুঁজিবাজার দেশের আর্থিক খাতের দু'টি অপরিহার্য অংশ হওয়ার ফলে যে কোনো একটি বাজারের বিপর্যয় বা অস্থিতিশীলতা অন্য বাজারকে প্রভাবিত করতে পারে। তাই দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে উভয় বাজারের জন্যে একটি সমন্বিত উদ্যোগ ও প্রাজ্ঞ ব্যবস্থাপনা অত্যাবশ্যক।'

ব্যাংকগুলো যাতে পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে বিধি-বিধান মেনে চলে এবং আইনের মধ্যে থেকে উভয় বাজার যেন একে অপরকে সমর্থন দিয়ে যেতে পারে সে দিকে নজর রাখতে ব্যাংক কর্মকর্তাদের আহ্বান জানান তিনি।

কর্মকর্তাদের উদ্দেশ্যে গভর্নর আরো বলেন, "তারল্য ঝুঁকির বিষয়টি কড়া নজরদারির মধ্যে রাখতে হবে। তারল্য ব্যবস্থাপনায় সামঞ্জস্য রক্ষায় ব্যাংকগুলো যেন 'লার্জার লিকুইডিটি বাফার্স' গড়ে তুলতে পারে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।"

Blog Archive