(১৭৪০) ফয়সাল আহমেদ,আবদুর রাজ্জাক, কায়েস ও শাহিনুর রহমান

Monday, September 12, 2011 Unknown

ফয়সাল আহমেদ নামের এক বিনিয়োগকারী জানান, গত ১৫ দিনে তাঁর পোর্টফোলিওতে ২৫ থেকে ৩০ শতাংশ টাকা কমে গেছে। বাজারের এ অবস্থা চলতে থাকলে তাঁকে খুবই সমস্যায় পড়তে হবে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হবে বলে মত দিয়েছেন তিনি।
আবদুর রাজ্জাক, কায়েস ও শাহিনুর রহমান জানান, সরকারের ঘোষণা অনুযায়ী অপ্রদর্শিত অর্থ যথাযথভাবে শেয়ারবাজারে বিনিয়োগ করা হলে বাজার ভালো হবে বলে। তবে যেকোনো মূল্যে বাজার ভালো করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেন তাঁরা। তাঁরা আরও জানান, অব্যাহত দরপতনের তাঁদের বিনিয়োগ কোষ বা পোর্টফোলিয়ো অবস্থা খুবই খারাপ। এ অবস্থা চলতে থাকলে তাঁদের বাজার থেকে চলে যাওয়া ছাড়া অন্য উপায় থাকবে না।

Blog Archive