(১৭৩৫) এমন এক মডেলের ট্যাবলেট

Tuesday, September 06, 2011 Unknown

শেয়ারবাজার   ::::  সম্প্রতি জাপানি ইলেকট্রনিক কোম্পানি সনি এমন এক মডেলের ট্যাবলেট কম্পিউটার তৈরি করেছে, যা সহজেই ভাঁজ করে হ্যান্ডব্যাগে রাখা যাবে। সনি কর্তৃপক্ষ মনে করছে, এ মডেলটি বাজারে আইপ্যাডের সঙ্গে সহজেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। নতুন এ ডিভাইসটির নাম দেওয়া হয়েছে ‘ট্যাবলেট পি’। কর্তৃপক্ষ দাবি করছে, এটিই বিশ্বের সর্বপ্রথম ট্যাবলেট কম্পিউটার, যা সহজেই ভাঁজ করা যায়। ট্যাবলেটটিতে রয়েছে আলাদা আলাদা ৫.৫ ইঞ্চি মাপের দুটি টাচস্ক্রিন ডিসপ্লে। এই ডিসপ্লের দুটি অংশই ভাঁজ করে একত্রে রাখা যায় বলে এটি সহজেই স্থানান্তরযোগ্য। মজার ব্যাপার হচ্ছে, এ দুটি টাচস্ক্রিনে আলাদাভাবেও কাজ করা যায়, আবার একত্রে বড় স্ক্রিন তৈরি করেও এতে কাজ করা সম্ভব। শুধু তা-ই নয়, এ ট্যাবলেট পিতে রয়েছে ১৬ গিগাবাইট মেমোরি, ওয়াই-ফাই ও থ্রি-জি সুবিধা। আর এর দাম নির্ধারণ করা হয়েছে ৪৭৯ পাউন্ড।

Blog Archive