(১৫৬৫) স্থিতিশীল হবে শেয়ারবাজার + Tk 190 billion from domestic banking system

Friday, June 10, 2011 Unknown
শেয়ারবাজার :::: প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা . মসিউর রহমান বলেছেন, শেয়ার বাজারে যারা বিনিয়োগ করতে আসেন তারা যদি অযৌক্তিকভাবে নৈরাজ্য সৃষ্টি না করেন তবে আওয়ামী লীগের আমলেই শেয়ারবাজার স্থিতিশীল হবে আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১১-১২ অর্থ বছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন
আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই শেয়ারবাজার কেন্দ্রিক নৈরাজ্য সৃষ্টি হয় এমন অভিযোগের জবাব দিতে গিয়ে . মসিউর দাবি করেন, শেয়ারবাজার কেন্দ্রিক নৈরাজ্য সৃষ্টির জন্য বিনিয়োগকারীদের অযৌক্তিক প্রত্যাশাই দায়ী তিনি বলেন, শেয়ারবাজারে অনেকে এসে দৈনন্দিন কেনা-বেচা না করে দ্রুত মুনাফা অর্জন করতে চায় কিন্তু ওঠা-নামা বা ঝুঁকি নেয়া শেয়ারবাজারের একটি ধর্ম আর আমাদের শেয়ার বাজারে দেখা যায় বিনিয়োগকারীদের সকলে আশা করেন প্রতিদিনই শেয়ারের দাম বাড়বে গতকাল যে শেয়ারটি কেনা হয়েছে আজই সেটা বিক্রি করে লাভ হবে কিন্তু শেয়ারের দাম বৃদ্ধির সাথে যে প্রতিষ্ঠানের মূলধনটাও সম্পৃক্ত তার দাম তো আর প্রতিদিন বাড়ে না তিনি আরো বলেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে শেয়ারের দাম না বাড়লে যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা এটা শেয়ারবাজারের প্রকৃত বিনিয়োগকারীদের সাথে মেলে না
এদিকে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিরোধী দলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে অস্থিতিশীলতা তৈরি হওয়ার শঙ্কা প্রসঙ্গে . মসিউর বলেন, বিভিন্ন দল যেসব সাংবিধানিক রাজনৈতিক প্রশ্ন তুলেছে তা নিয়ে আলোচনার মাধ্যমে সমঝোতার পথ খোলা রয়েছে এক্ষেত্রে সবাইকেই দেশ মানুষের স্বার্থ দেখতে হবে প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন, বিরোধী দল সংসদে এসে কোনো যুক্তিসঙ্গত বা গ্রহণযোগ্য মতামত দিলে সরকার অবশ্যই তা বিবেচনা করবে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রবৃদ্ধির হার ধরে রাখতে পারলে আমাদের উন্নতি হবেই আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রানজিট ফি নির্ধারণের কাজও একটু ধীর গতিতে চলছে
এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা . তৌফিক--ইলাহী বলেন, জ্বালানি সরবরাহের ক্ষেত্রে যে উন্নতি হয়েছে তার চেয়ে বেশি হলে খুশি হতাম কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার তাই আমাদের একটু দেরি হচ্ছে তিনি আশা করেন, আগামী ডিসেম্বরের মধ্যে গ্যাসের সরবরাহ বৃদ্ধি পাবে শিল্পাঞ্চলে গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্য হারে বাড়নো হবে





BUDGET IMPLEMENTATIONMuhith sees only 2 major risks
 
The finance minister sees only two major risks – the fallout of the great recession and political unrest –in implementing the new budget and said the government will form a taskforce to tackle the risks.

"I can't say about the future right now. The taskforce will give us directions to tackle the risks," A M A Muhith told a press conference on Friday, a day after placing the budget in parliament.

On Thursday, the Centre for Policy Dialogue (CPD), a think tank, warned that financing, institutional, macroeconomic and political risks might deter the government from achieving the projected growth targets in the next fiscal year.

"The finance minister projected budget deficit (including grants) of over Tk 400 billion and the government must find out sources to reduce pressure on domestic credit," CPD distinguished fellow Dr Debapriya Bhattacharya said.

Muhith proposed that the government would borrow about Tk 190 billion from domestic banking system and set expected foreign borrowing at Tk 130 billion.

His Tk 1.63 trillion outlay rose by about 25 percent on what the government has spent this year.

The finance minister hoped to see an unprecedented growth of 7 percent in the economy—which remains doubtful given the wobbly economic situation—and mentioned that this year it had been at an impressive 6.7 percent

Blog Archive