(১১৬৪) ভ্যাট আইন আসছে না

Tuesday, May 24, 2011 Unknown
শেয়ারবাজার :::: প্রস্তাবিত নতুন মূল্য সংযোজন কর বা ভ্যাট আইন আসছে না আসন্ন বাজেট অধিবেশনে আইনটি পাস এবং ২০১২-১৩ অর্থবছর থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হচ্ছে না
জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশে আপাতত নতুন ভ্যাট আইনটি বাস্তবায়ন না করার উদ্যোগ নেওয়া হয়েছে তাই পুরনো আইনই অর্থাৎ ১৯৯১ সালের ভ্যাট আইনই কার্যকর থাকছে
বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক কর্মকর্তা বলেন, গত ১৫ জানুয়ারি নতুন ভ্যাট আইনটি এনবিআরের নিজস্ব ওয়েবসাইটে জনগণের মতামতের জন্য দেওয়া হয়েছিল
ওয়েবে দেওয়ার পর থেকেই ব্যবসায়ী মহল থেকে বেশ সমালোচনা আসে তাঁরা মনে করেন, এর ফলে তাঁদের ব্যবসার ব্যয় বৃদ্ধি পাবে
প্রচলিত ভ্যাট আইনটি বহুবার অদল-বদলের কারণে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় এনবিআর একটি নতুন ভ্যাট আইন চালুর উদ্যোগ নেয়
ওই কর্মকর্তা জানান, সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি নতুন ভ্যাট আইন কার্যকর না করার নির্দেশ দেন নতুন ভ্যাট আইন কার্যকর হলে জনগণের ওপর বাড়তি করের বোঝা পড়ার আতঙ্কে সরকার পিছু হটেছে বলে অভিমত দেন এনবিআরের ওই কর্মকর্তা

Blog Archive