(১১৮৫) শেয়ারবাজার নিয়ে সরকার সিদ্ধান্ত নিচ্ছে

Tuesday, May 24, 2011 Unknown
:::: অর্থমন্ত্রীর উদ্দেশে শেখ সেলিম বলেন, আওয়ামী লীগ কারও ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকার জনগণের সরকার শেয়ার কারসাজির সঙ্গে যে- জড়িত থাকুক, সরকারি দলের কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নিন
এরপরই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জাতীয় পার্টির মুজিবুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিযুক্ত ব্যক্তিদের তদন্তের বিষয়টি সরাসরি দুদকের (দুর্নীতি দমন কমিশন) কাছে পাঠানো হোক তিনি বলেন, ‘অর্থমন্ত্রী বলছেন যে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া যাবে না কিন্তু কেন যাবে না; তা আমি বুঝতে পারি না।’
এরপর পয়েন্ট অব অর্ডারে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বলেন, সরকারি দলের সাংসদেরা শেয়ারবাজার নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা মানুষের মনের কথা শেয়ার কারসাজিতে জড়িত ব্যক্তিদের বিচারের প্রক্রিয়া যাতে দীর্ঘসূত্রতার জালে জড়িয়ে না যায়, সে ব্যাপারে খেয়াল রাখা উচিত খোন্দকার ইব্রাহিম খালেদের বিরুদ্ধে মামলায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ভবিষ্যতে এমন তদন্ত কমিটির জন্য আর কাউকে পাওয়া যাবে না পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সবশেষ বক্তা সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ইব্রাহিম খালেদ একজন সৎ মানুষ, এটা সবাই মনে করেন তদন্ত করতে গিয়ে তিনি এখন রোষের মধ্যে পড়েছেন অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, শিষ্টের দমন আর দুষ্টের পালন করা হচ্ছে তদন্ত প্রতিবেদন নিয়ে মানহানির মামলা হতে পারে না এরপর অর্থমন্ত্রী বক্তব্য দেন তিনি সময় শেয়ারবাজারকেসোনার রাজহাঁস’-এর সঙ্গে তুলনা করে বলেন, ‘সোনার হাঁসের কাছ থেকে আমরা সোনার ডিম পেতে চাই আর কথা মাথায় রেখেই শেয়ারবাজার নিয়ে সরকার সিদ্ধান্ত নিচ্ছে।’
পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই সরকার ব্যবস্থা নিতে শুরু করেছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, তদন্ত করার জন্য খোন্দকার ইব্রাহিম খালেদ একটি মহলের তোপের মুখে পড়েছেন তারা তাঁকে হেনস্তা করতে চাইছে কিন্তু ওই মহলটি যত বড়ই হোক না কেন, সরকার তাদের বিরুদ্ধে মোকদ্দমা চালিয়ে যাবেই ইতিমধ্যে বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে
এম মুহিত বলেন, ‘বাংলাদেশে শেয়ার ইস্যুয়ার, ইস্যু ম্যানেজার, মালিক সবাই একই ব্যক্তি পৃথিবীর কোথাও এমন কাণ্ড ঘটেনি গত দুই বছর বিষয়টি আমি নজরে আনার চেষ্টা করছি কিন্তু তখন তাঁরা শোনেননি এবার তাঁরা বুঝতে পেরেছেন সরকারও ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে যাতে আগামী বছর শেয়ারবাজারে আর এমন অস্থিরতা না হয়।’

Blog Archive