(১০৬৭) তদন্ত কমিটি গঠনঃ বালুর বস্তা

Saturday, May 21, 2011 Unknown
শেয়ারবাজার :::: রাজধানীর তেজগঁাও শিল্প এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবনের পাইলিং ধসে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গতকাল শুক্রবার রাত ১২টার দিকে ইমপালস মেডিকেল কলেজ হাসপাতালের জন্য নির্মাণাধীন ওই ভবনের পাইলিং ধসে পড়ে এতে সাতজন শ্রমিক আহত হন তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে
আলী হোসেন নামের আহত এক শ্রমিক জানান, গতকাল রাত ১২টায় পূর্বদিকে শ্রমিকদের থাকার টিনশেড ঘর হুড়মুড় করে ধসে পড়তে শুরু করে তখন ওই ঘরে ১৪ জন শ্রমিক ঘুমাচ্ছিলেন টিনশেড ঘরটি প্রায় ৩০ ফুট নিচে কাদার মধ্যে দেবে যায়
শ্রমিকেরা জানান, এরপর রাত চারটার দিকে পাইলিংয়ের পূর্বদিকে দেয়াল ভেঙে পড়তে শুরু করে সময় সংলগ্ন দুটি একতলা ভবনের কিছু অংশ ভেঙে পড়ে
ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, রাজউকের চেয়ারম্যান প্রকেৌশলী নূরুল হুদা আজ দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজউকের চেয়ারম্যান জানান, ঘটনা তদনে্ত রাজউকের পরিকল্পনা বিভাগের সদস্য শেখ আবদুল মান্নানকে সদস্য করে তিন সদস্যবিশষ্টি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে
নুরুল হুদা আরও বলেন, রাজউকের নির্দেশনা অনুযায়ী ভবনের নির্মাণ কাজ করা হচ্ছিল না ঘটনাস্থল-সংলগ্ন আশপাশের সব ভবনের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে
জানা গেছে, ভবনটির নির্মাণকাজের শ্রমিকদের ঠিকাদার হচ্ছে আইটিসিএল নামের একটি প্রতিষ্ঠান আইটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অসীম কৃষ্ঞ গোস্বামী বলেন, (শোর ফাইল) ধসে পাড়ায় দুর্ঘটনা ঘটেছে কিন্তু আমরা পাইলিংয়ের কাজের সঙ্গে জড়িত নই ক্ষতিগ্রস্তদের নিরাপদ দূরত্বে সরানোর ব্যবস্থা করা হচ্ছে পরে নিয়ম অনুযায়ী তাদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে'
বর্তমানে দমকলবাহিনীর সঙ্গে সেনাবাহিনীর একটি দল পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রয়েছে আশপাশের ভবনগুলোর ধসে পড়া ঠেকাতে তারা নির্মাণাধীন ভবনের গর্তে বালুর বস্তা ফেলছেন
শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি

Blog Archive