(৪৮২) আহাজারি -২ :: মাননিয় প্রধানমন্ত্রী আপনি কি শুনতে পান?

Monday, April 25, 2011 Unknown
সিআইএফ সিকিউরিটিজের বিনিয়োগকারী মফিজুর রহমান রিপন বলেন,  ‘দুই বছর আগে ২০০৯ সালে ১৬ লাখ টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করি। গত নভেম্বরে ওই টাকা আমার ৫১ লাখ টাকায় গিয়ে দাঁড়ায়। এরপর বাজারে ধস নামলে পুঁজিতেও ধস নামে। বর্তমানে আমার পোর্টফোলিওতে মাত্র ৩ লাখ টাকা রয়েছে। এ অবস্থা দীর্ঘমেয়াদী হলে একসময় পুঁজিবাজারকে জাতীয় যাদুঘরে দেখতে যেতে হবে। সেই সঙ্গে বাড়বে বেকারের সংখ্যা।’

সরকারই পারে এ বাজারে হস্তক্ষেপ করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে। তিনি বলেন, এ বাজার থেকে প্রায় দশ লাখ বিনিয়োগকারী মুনাফা নিয়ে সংসার চালান। যদি বাজারে এ অবস্থা থাকে তবে এ পরিবারগুলোর কী অবস্থা হবে!

অ্যারেনা সিকিউরিটিজের আবুল কাশেম, ইবিএল সিকি. হুমায়ুন ফরিদসহ আরো অনেকের একই অবস্থা।

প্রসঙ্গত, খন্দকার ইব্রাহিম খালেদকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করার পর বাজার আবার স্থিতিশীলতার দিকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু ইব্রাহিম খালেদ যখন অর্থমন্ত্রীকে তার তদন্ত রিপোর্ট জমা দিলেন। তখনই দেখা দিল বিপত্তি।

Investors again took to the street and staged a demonstration at business-district Motijheel Monday in a protest against a recurrent freefall of share prices that pulled down the Dhaka Stock Exchange general index over 212 points.

At the close of day’s trading, DSE General Index, the benchmark of the country’s premier bourse, plunged by 212 points or 3.49 percent to 5863.

Of the traded issues, 237 declined, 11 advanced and three remained unchanged.

The angry investors went berserk at about 12:30pm as the General Price Index of DSE climbed down 138 points. 

“They also chanted anti-government slogans,” says a spot report of the melee in the country’s business heartland.

The agitation disrupted traffic through the capital’s main transport route, but the law enforcers dispersed them at 12:45pm.

Chittagong stocks also marked a sharp fall Monday, with the CSE Selective Categories Index climbing down to 10576 by dropping 403 points, or 3.67 percent.

Out of the issues traded on the day, 190 declined, six gained and one remained unchanged.

Both the bourses started witnessing significant falls further after a pause following the recent market crash.

Incidentally, the downturn of the share market came at a time when the scam and the disclosure of the names mentioned in the probe report remained hot talk of the town.        

Blog Archive