(৩৫২) প্রচারপত্রে অভিযোগ

Tuesday, April 12, 2011 Unknown
পুঁজিবাজারে কারসাজির সঙ্গে জড়িতদের নাম জনসম্মুখে প্রকাশ তাদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভার ডাক দিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ মঙ্গলবার বেলা আড়াইটায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে সোমবার সংগঠনটির আহ্বায়ক মিজান-উর-রশিদ চৌধুরীর সই করা এক প্রচারপত্রে প্রতিবাদ সভার ঘোষণা দেওয়া হয়েছে
প্রচারপত্রে বলা হয়, তদন্ত প্রতিবেদনে প্রকাশিত কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি লাখ লাখ বিনিয়োগকারীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে অথচ তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে জড়িত ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারের কোনো পদক্ষেপ নেওয়ার মতো লক্ষণও দেখা যাচ্ছে না

প্রচারপত্রে অভিযোগ করা হয়, সরকার কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিদেরমার্কেট মেকার’ বলে পুরস্কৃত করার চেষ্টা করছে গুটি কয়েক লোকের কাছে সরকারের ধরনের নতজানু মনোভাব আগামী দিনে দেশের অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়াবে
প্রচারপত্রে আরও বলা হয়, বিনিয়োগকারীদের দাবি অনুযায়ী তদন্ত কমিটির রিপোর্ট জনসম্মুখে প্রকাশসহ দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক অন্যথায় ভবিষ্যতে একই ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে এবং তার দায়ভার সরকারকেই নিতে হবে

 
Bangladesh Bank (BB) has asked the chief executives of all commercial banks not to get deeply involved in non-banking activities, including investment in the stockmarket.
At a meeting with the chief executives yesterday, the central bank said punitive actions will be taken against the banks involved in irregularities in the stockmarket.
After the meeting, BB Deputy Governor Nazrul Huda told reporters that they are yet to receive the report on the recent share market probe. He, however, said the central bank will conduct a separate investigation after getting the report.
On the basis of the investigation, actions will be taken against the banks according to the gravity of the offence, if any.
"We have read stories published in newspapers and are saddened to learn about manipulation by the banks," Huda said.
He said the central bank has taken steps to amend the rules that govern the amount of money the banks can invest in the share market.
Citing a study by the central bank, Huda said that if any bank invests 10 percent of its deposits and if the share price slides by 25 percent from its purchase price, the bank's capital will be reduced by a minimum of 2 percent.
In a meeting, BB Governor Atiur Rahman said they had earlier expressed concerns over the banks' non-banking activities, especially risky investments.
The "precariously off-balance situation" has been created in the banking sector as these banks did not take the corrective measures on time. The BB governor advised the banks to conduct banking activities cautiously in future.

Blog Archive