(১৪৮) বাদলের শেয়ার কিচ্ছা

Thursday, February 10, 2011 Unknown

লুৎফর রহমান বাদলসহ বেশ কয়েকজন ব্যবসায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জ ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কয়েকজন সাবেক ও বর্তমান শীর্ষ কর্মকর্তার সঙ্গে গাঁটছড়া বেঁধে শেয়ারবাজারে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। লতিফ সিকিউরিটিজের কর্ণধার বাদল ক’বছর আগেও বিএনপির মোসাদ্দেক আলী ফালু আর বর্তমান সরকারের সময়ে প্রভাবশালী এক নেতার হাত ধরে দেশের অন্যতম ব্যাবসায়ী হয়ে ওঠেন। ২০ প্রতিষ্ঠানের অন্যতম মালিক বনে যান মাত্র দু’বছরে।


শেয়ারবাজার থেকে শ’ শ’ কোটি টাকা হাতিয়ে নিয়ে একের পর এক বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। অন্যতম মালিক হন বিজনেস ক্যাপিটাল শেয়ার ও সিকিউরিটিজ, ইউনিয়ন ইন্স্যুরেন্স, এলআর এ্যাগ্রো ফার্ম, ঢাকা-সাংহাই সিরামিক, এনটিভি, আরটিভি, নুরানী হিমাগার, আইএফআইসি ব্যাংক ইত্যাদি প্রতিষ্ঠানের।


এদিকে বাদলের কোম্পানি মেসার্স লতিফ সিকিউরিটিজ লিমিটেড জাল শেয়ার দিয়ে ৮৯ লাখ টাকার ব্যাংক ঋণ হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিক প্রামাণ পেয়েছেন দুদকের সহকারী পরিচালক আবু নাছির।

Blog Archive